এক জীবনের কবিতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এক জীবনের কবিতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************

কামরার ফয়েজ মনযিলের নীরব বাতাসে,
ফুলবাড়িয়ার ডাকঘরের কুয়াশা ভেসে আসে।
দুর্গাপুরের মাঠে শিশুর হেসে ওঠা,
হাফেজ ফায়জুল্লাহর ছায়া, ফজিলা বেগমের মায়া—
এস এম সানাউল্লাহর হৃদয়ে মিশে অমলিন দীপ্তি।

বড়গাঁও বাইতুল উলুম মাদরাসার প্রাঙ্গণে,
অধ্যক্ষের কণ্ঠে শিক্ষার আলো ঝরে নদীর মতো।
কাপাসিয়া ফ্রেন্ডস ফোরামের প্রজ্ঞা তাঁর হাতে,
প্রধান উপদেষ্টা হিসেবে প্রজ্ঞা ছড়িয়ে দেন।
Holy Crescent Model Academy—ঘাটকুড়ি, কাপাসিয়া, গাজীপুরে প্রতিষ্ঠা,
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান;
হাফেজ ফায়জুল্লাহ মেমোরিয়াল ফাউন্ডেশনেও তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

জাতীয় শিক্ষক সমাজ—জাশিসে সভাপতি,
গাজীপুর মহানগর উন্নয়ন পরিষদে প্রধান উপদেষ্টা,
প্রজ্ঞার ছোঁয়া ছড়িয়ে দেন সর্বত্র।

শিক্ষার পথে পদচিহ্ন তাঁর—
প্রাথমিক শিক্ষা: মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক শিক্ষা: জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা, নরসিংদী,
দাখিল ব্যাচ ১৯৮৩ খ্রিঃ।
আলিম: ইছাখালী ফাজিল মাদরাসা, পলাশ।
ফাজিল: মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসা, ঢাকা।
কামিল: দুর্বাটি এম ইউ কামিল মাদরাসা, কালিগঞ্জ।
গ্র্যাজুয়েশন: নরসিংদী সরকারি কলেজ।
মাস্টার্স: এশিয়ান ইউনিভার্সিটি।
বিএড: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএমটিটিআই ক্যাম্পাস।
সকলের মধ্যে প্রথম শ্রেণীর দীপ্তি ঝরে।

রংধনু টাওয়ারে শান্ত কক্ষে,
দক্ষিণ ছায়াবীথি, মেট্রো সদর, গাজীপুর মহানগরে,
স্ত্রী, দুই মেয়ে, এক ছেলের সঙ্গে তাঁর নীড়—
শান্তির গান শোনে প্রতিদিন।

রক্তের গ্রুপ B+,
ভ্রমণ, বই পড়া, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি,
গুণীজনকে সম্মান প্রদর্শন—হৃদয়ের ভাষা।

মাটির ছোঁয়া, নদীর স্রোত, বাতাসের খোঁজ,
প্রতিটি তথ্য, প্রতিটি পদচিহ্ন,
প্রাণের মতো জ্বলে, ছন্দে মিশে,
প্রথম শ্রেণীর দীপ্তিতে উদ্ভাসিত হয়।

মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীফ করুন—আমিন।

এস এম সানাউল্লাহ—এক জীবনের কবিতা,
যেখানে মেঘ, সূর্য, শিশিরের জল,
মাটির গন্ধ, শিক্ষার আলো, পদবী, পদচিহ্ন, শখ, পরিবার—
সব মিলিয়ে জীবনের সমস্ত তথ্য হয়ে যায় কবিতার ছন্দে।
------------------------------------------------ সূত্রঃ গুগুল


২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।