হঠাৎ প্রেম
- অথই মিষ্টি

তোমার ভালোবাসার মূল্য কতখানি?
‎আমার অজানা আমি নাহি জানি!
‎আচ্ছা, কেজি প্রতি কত পড়বে সেটা তো বলো?
‎বাজার দাম শুনবো আগে, বাজারে চলো
‎কোন বাজারে যাবে তুমি শুনি?
‎প্রেম বাজারের ব্যবসায়ী কি তুমি?
‎ব্যবসায়ী নই গো আমি সাদামাটা এক চাষী
‎তবে গেলে কেন আমার প্রেমে ফাঁসি?
‎দেখে তোমার মিষ্টি মুখের হাসি
‎আচ্ছা তাই! কিন্তু তুমি তো বিদেশী
‎তাতে কি, ও রূপসী!
‎কিন্তু আমি তো তোমায় নাহি ভালোবাসি
‎এমন করে বলিও না গো কষ্ট লাগে বুকে
‎কেন পিচে লাগছো আমার, থাকতে দাও সুখে
‎তোমায় নিয়ে থাকবো সুখে স্বপ্ন আমি দেখি
‎নাজানি তোমার নাম গো আমি, না তোমার খবর রাখি
‎তোমায় আমি ভালোবেসেছি ওগো পরান পাখি
‎পাখি বলে ডাকলে আমায় দিব তোমায় ফাঁকি
‎তুমি আমার নয়ন হইও, হইও নয়নের তারা
‎তুমি ছিলেনা সুখে ছিলাম,সুখে থাকবো তোমায় ছাড়া
‎তোমায় ছাড়া প্রাণ যায় যায় কেমনে থাকবো সুখে?
‎এমন করে বলিও না গো কষ্ট লাগে বুকে...


২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।