বাস্তবতার মুখোমুখি
- অথই মিষ্টি
বাস্তবতার সম্মুখে দাঁড়িয়ে মানুষের শরীর নিথর হয়ে যায়
অর্থের কাছে স্বপ্নগুলো হার মেনে নেয়
আর কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে মানুষ নিঃস্ব হয়ে যায়
শিরা উপশিরায় প্রবাহিত রক্ত উষ্ণ শরীর মুহুর্তেই মরদেহতে রূপ নেয়
তাই বলে মানুষ মরে যায় না কিন্তু মৃত্যুর স্বাদ ভোগ করে
অর্থিক অভাব মানুষকে ধুকেধুকে মারে
নিজের মাঝেই নিজেকে বিতাড়িত করে
দুমড়ে গিয়ে মুছরে গিয়ে মানুষ ভিতরে ভিতরে অসহ্য যন্ত্রণায় শুধু ছটফট করে
অভাব ভিতর থেকে মানব শরীরকে ফাঁপা করে দেয়
বাহ্যিক দৃষ্টিতে তা দেখা গেলেও বোঝা সম্ভব নয়
ব্যথিত মানুষের ব্যথার কথা শুনে সবাই শুধু উফফ আহ্ শব্দ করতে পারে
সেই অসহ্য যন্ত্রণা কষ্টের ভাগীদার কেউ কখনো হতে পারে না
আর বাস্তব কথা সে কষ্টের ভাগীদার কেউ কখনো হতে চায়ও না
কজনে এমন আছে সে মানুষগুলোর পাশে দাঁড়ায় সাহায্যের হাত বাড়ায়?
বিপদের সময় অসহায়দের হাত শক্ত করে ধরে
এমন বিশাল মনের মানুষ কজনে হতে পারে?
একজন অসহায় মানুষের দৃষ্টি বরফের চেয়েও শীতল হয়
অভাবী মানুষের ভিতরে পাহাড় সমান ব্যথা রয়
এ কথা শুধু বাস্তবতার মুখোমুখি হলেই বোঝা যায়
তার আগে বোঝা সম্ভব নয়
কারণ এসব শুধু আমাদের কাছে কবিতাই মনে হয়
২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।