প্রেমের আড়ালে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রেমের আড়ালে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************

প্রেম একসময় ছিল নদীর মতো স্বচ্ছ,
হৃদয়ের শৈল্পীক কারুকাজে বাঁধা,
যুগল জীবনের কোমল স্পন্দন,
শীতল ছায়া, বাতাসের নীরব গান,
চোখে চোখে কথার কোমল ছোঁয়া।

আজ সেই প্রেম যেন নরকের অগ্নি শিখা,
যে ধোঁয়া ছড়ায় পথে ঘাটে, মাঠে, ময়দানে,
পার্কের ছায়া, হোটেলের আড়ালে;
লেখাপড়া চুকিয়ে যুবক-যুবতীর অবাধ মেলা-মেশা,
নগ্নতার প্রতিযোগীতা, অশ্লীল হাসি,
যেখানে শুদ্ধতার কম্পন হারিয়ে গেছে।

প্রেমের মাধুর্য্ আজ মলিন,
অবাধ মেলামেশা, অবৈধ সঙ্গম,
মানবতার অন্তঃস্থলকে নষ্ট করেছে।
নদীর ছায়া মনে পড়ে,
তবু চুলচেরা আলো সব ঢেকে দেয়;
হৃদয়ের নীরবতা আজ রঙহীন,
শুধু আগুন, ধোঁয়া, দহন।

যেখানে একসময় চুপচাপ চোখে চোখে কথা হতো,
সেখানে আজ নগ্নতার চূড়ান্ত প্রতিযোগীতা;
লেখাপড়া, নৈতিকতা, স্নেহ, শুদ্ধাবোধ
সব বিলীন, পড়ে আছে ধ্বংসের ছায়ায়।
যুগল প্রেম আজ দূষিত নর্দমা,
ঘৃণিত শব্দও অপর্যাপ্ত।

তবু প্রেমের চিরন্তন শিখা
হৃদয়ের গভীরে আজও কম্পিত,
স্বর্গীয় আলো ছড়িয়ে দেয়।
যদিও নরকের অগ্নি শিখা চেপে ধরেছে সব কিছু,
প্রেমের আড়ালে লুকিয়ে আছে তার চিরন্তন রূপ।

প্রকৃতির নিঃসঙ্গ ছায়া কাঁদছে,
নদীর জল আজ বিষফোঁড়া,
গাছেরা নীরব, আকাশও বেদনাময়;
শুধু হৃদয়ের গভীরতায়
একটি ছায়াময় শিখা জ্বলছে,
যা স্মরণ করায় — প্রেম কখনো মলিন হয় না।
---------------------------------------


২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।