মাতৃভাষার প্রদীপ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মাতৃভাষার প্রদীপ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************
পুলক কুমার ধর, সুভাষ চন্দ্র ধরের কণ্ঠে
পান বরাইদের বুকে, দুর্গাপুরের চাঁদের আলো।
কাপাসিয়ার মাটিতে শেকড় গেঁথে,
ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পাথরে হাঁটা,
১৯৯৯ সালে এসএসসি-র অমলিন ছাপ।
কাপাসিয়া ডিগ্রি কলেজের বসন্তে,
হৃদয়ে সঞ্চিত করে ২০০১-এর এইচএসসি।
ঢাকার গগনে, বিশ্ববিদ্যালয়ের ছায়ায়,
বি.এ(অনার্স) -র আলোয় ঝলমল ২০০৬।
বাংলার ভাষায় মাতৃভাষার গান,
স্নাতকোত্তর ২০০৭, হৃদয়ে দীপ জ্বলে।
শিক্ষার মঞ্চে পদার্পণ, ২৯তম বিসিএস-এর স্বপ্নে,
২০১১ সালে শিক্ষা ক্যাডারে,
শিক্ষার প্রদীপ হাতে।
২০১৭ সালে সহকারী অধ্যাপক, বাংলা ভাষার প্রেরণায়,
পদোন্নতির আলোয় শিক্ষার পথ প্রসারিত।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে,
সেগুনবাগিচার কোলে,
প্রশাসন, প্রচার, তথ্য ও জনসংযোগের মাঝে,
মাতৃভাষার প্রদীপ জ্বলছে অনন্তরাত্রি।
মাতৃভাষার প্রতি অগাধ ভালোবাসা,
হৃদয়ের কবিতায়, চেতনার ছায়ায়,
শব্দের আলোয় জীবনানন্দের ছন্দে,
পুলক কুমার ধর, লড়াই করে, শেখায়,
ভাষার মর্যাদা, চিন্তার দীপ,
যা নিভে না কখনো, জ্বলতেই থাকে—
মাতৃভাষার অন্তহীন প্রদীপ।
------------------------------সূত্রঃ অনলাইন ।
২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।