ইন্সট্রাক্টর (রসায়ন)
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ইন্সট্রাক্টর (রসায়ন)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**********************************
কপালেশ্বর গ্রামের স্নিগ্ধ সবুজে জন্ম তাঁর—
মোঃ আজহারুল ইসলাম,
পিতা মোঃ নূরুল ইসলামের অনুপ্রেরণায়,
মাতা হারেসা খাতুনের স্নেহের আলোয়
শৈশব কেটেছে সিংহশ্রীর পল্লিজীবনে।
২০০৪ সালে কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ে
এসএসসির অক্ষরে লিখলেন প্রথম দীপ্ত অধ্যায়,
২০০৬-এ ইউনিয়ন কলেজ, হাইলজোরে
এইচএসসির খাতায় ফুটল শিক্ষার রঙিন ছাপ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে
রসায়নের বিস্ময়ে নিমগ্ন হলেন তিনি—
অণুর গহিনে, পরমাণুর নির্জনতায়
খুঁজলেন জীবনের অদৃশ্য রহস্য।
বিএসসি অনার্স থেকে এমএসসি—
রসায়নের ধ্রুপদী স্রোতে গড়ে তুললেন স্বপ্নভবিষ্যৎ।
উপসহকারী রসায়নবিদ হিসেবে বিসিআইসির আঙিনায়
কারখানার ধোঁয়া, যন্ত্রের গুঞ্জনে
জীবনের রসায়ন মিশে গেল শিল্পের অন্তর্গত ছন্দে।
অবশেষে ৩৮তম বিসিএসের অঙ্গীকারে
রাষ্ট্র তাঁকে আহ্বান করল
কারিগরি শিক্ষা অধিদপ্তরে,
শিক্ষা মন্ত্রণালয়ের পতাকার নিচে
"ইন্সট্রাক্টর (রসায়ন)" হয়ে দাঁড়ালেন তিনি—
যেন ধানক্ষেতের গোধূলি বেলায়
নতুন আলোর শস্য রোপণকারী এক চাষি।
এখন তিনি শেখান—
রসায়নের গহিন সমীকরণে লুকিয়ে থাকা
জীবনের অনন্ত বার্তা।
তরুণদের চোখে জ্বালান জ্ঞানের প্রদীপ,
প্রজন্মকে করেন শক্ত, অণুর মতো অবিচল,
পরমাণুর মতো অবিনাশী।
জীবনানন্দের নীরব অরণ্যের মতোই
তাঁর পথ নিস্তব্ধ, তবু দীপ্ত—
রসায়ন তাঁর ভাষা,
বাংলাদেশ তাঁর স্বপ্ন,
শিক্ষা তাঁর অনন্ত প্রতিজ্ঞা।
----------------------------সূত্র অনলাইন
২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।