ইংরেজী প্রভাষক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ইংরেজী প্রভাষক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
গোপালপুরের গ্রাম্য বাতাসে যেনো লুকানো ইতিহাস,
লোহাদির মাঠে শিশির ভেজা পথ হেঁটেছেন তিনি—
রথীন্দ্র নাথ সেন (জোটন),
পিতা প্রয়াত নৃপেন্দ্র নাথ সেন,
মায়ের স্নেহশীল আঁচলে প্রমিলা সেনের যত্ন।
প্রথম আলো জ্বলে উঠেছিল লোহাদি উচ্চ বিদ্যালয়ে (২০০৪),
তারপর তোকে কলেজের করিডরে (২০০৬)
খুঁজে পেয়েছিলেন নতুন আকাশ।
বিধৌত আলোয় ভেসে আসে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ,
যেখানে ইংরেজি ভাষার ছায়া-সূর্যের সাথে
শুরু হয়েছিল তাঁর নিঃসঙ্গ অথচ দীপ্ত যাত্রা—
অনার্স, তারপর মাস্টার্স (২০০৬-০৭; ২০১০)।
আজ তিনি প্রভাষক,
গোল-ই-আফরোজ সরকারি কলেজ, সিংড়া, নাটোরে
তাঁর উচ্চারণে জেগে ওঠে শব্দের অরণ্য,
৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা)
তাঁকে দিয়েছে সোনার বাঁশির মতো দায়িত্ব—
পাঠদান, দিগন্তের দিকে এগিয়ে যাওয়া
অজস্র তরুণ মনকে জাগ্রত করার শপথ।
তবুও মানুষ তিনি—
শোনেন সুরের ঝংকার, ভ্রমণের সেতারে
খুঁজে নেন নীল অজানাকে,
খাবারের আস্বাদে জীবনকে করেন মধুময়।
আইসিটি’র অজানা আলোয়
তাঁর শেখার পথ চিরকাল প্রসারিত।
এইভাবে এক গ্রামীণ ভোর থেকে
জাতির জ্ঞান-আকাশে তিনি ছড়ান
ইংরেজির ঝলক—
অসীম নিরবতায়, জীবনানন্দের গোধূলির মতো
স্বপ্ন আর দায়িত্বের বুননে।
---------------------------সূত্র অনলাই
২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।