পদার্থ বিজ্ঞানের প্রভা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পদার্থ বিজ্ঞানের প্রভা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************
মোঃ ফজলুল হক, মনে মনির,
পাঁচুয়া গ্রামের মাটিতে জন্মেছিল প্রাণের দীপ্তি।
পিতা মোঃ সিরাজুল হক,
শান্ত নদীর মতো তার স্নেহ,
মায়ের নাম না জানা না হয়, তবে মায়ের আশীর্বাদই পথপ্রদর্শক।
পাঁচুয়া গ্রাম, পাঁচুয়া পোস্ট,
টোক ইউনিয়নের প্রান্তরে,
কাপাসিয়ার গর্জনধ্বনি ভরে যায় শিশুর হাসিতে।
প্রাইমারী স্কুল, পাঁচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়—
ছোট ছোট হাত, কলমে খেলার খোঁচা,
চরদুর্লভ খান আবদুল হাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ২০০১,
পেছনে ছড়িয়ে আছে প্রতিটি শৈশবের ছায়া।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর—এইচএসসি ২০০৩,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি.এসসি (সম্মান) এবং এম.এস পদার্থবিদ্যা—
জ্ঞান ও কল্পনার আলো জ্বেলে অনন্তের দিকে।
সিভিল সার্ভিসের পথ ধরে,
৩৫তম বিসিএস সাধারণ শিক্ষায় পদায়ন,
শ্রীমঙ্গল সরকারি কলেজ, মৌলভীবাজারে নবীন পদার্থবিদ,
জীবনের প্রতিটি ধাপ যেন একটি নীরব পরীক্ষা।
পদার্থের সূত্র, প্রাণের ছন্দ,
বিস্ময়ের আলো, কাব্যের ছোঁয়া—
মনিরের অন্তরে সব মিলেছে।
প্রভাতে ধূসর আকাশে সূর্য উঠছে,
শূন্য থেকে সৃষ্টির দিকে,
পাঁচুয়া গ্রামের শিশু থেকে শ্রীমঙ্গলের প্রভাষক—
এক জীবনের গল্প, এক কবিতার রূপ।
--------------------------সূত্র অনলাইন।
২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।