আয় তোরা রক্ত দানে!
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আয় তোরা রক্ত দানে!
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
********************************

আয় তোরা রক্ত দানে!
ওহে আজিকার বিশ্ব, চোখ খুলে দেখো—
রাওনাট গ্রামে জেগেছে অম্লান দীপ,
রক্ত বন্ধু ফাউন্ডেশনের মানবিক ঢেউ,
প্রাণ উজার করে ছুটে চলে তরুণেরা,
মানবতার ডাক পেয়ে, নিঃস্বার্থে, নির্ভয়ে।

আয় তোরা রক্ত দানে!
মাসুম মোল্লার নেতৃত্বে তারা আসে,
হাসি মুখে রোগীর শয্যার পাশে দাঁড়িয়ে,
শূন্য হাতে, বিশুদ্ধ চিত্তে,
এক ফোঁটা রক্তে বাঁধে জীবনের আলো।

আয় তোরা রক্ত দানে!
না চায় কোন স্বার্থ, না চায় কোন প্রতিদান,
দৃঢ় শপথে বাঁধা—“মানুষ মানুষের জন্য!”
মৃত্যুর ছায়াতেও তারা ছুটে আসে,
প্রাণের সোনালী রেখা হয়ে, রক্তের আলো হয়ে।

আয় তোরা রক্ত দানে!
রাওনাটের বুকে চিরজ্যোতি মানবিক কুঞ্জ ফুটে,
ইতিহাসে লেখা রবে এ নিঃস্বার্থ ত্যাগ,
মহান আল্লাহ কবুল করুন এ সঁচা দান।

রক্ত বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মাসুম মোল্লার নির্দেশনায়,
শত শত অসহায় মানুষের প্রাণ জ্বলে,
জয় হোক মানবতার, জয় হোক উদার হৃদয়ের,
মাসুমের পুরো টিমের প্রতি পৃথিবীর মানবতা কৃতজ্ঞ।

আয় তোরা রক্ত দানে!
হোক ক্রন্দন, হোক আহ্বান,
হোক জীবন বাঁচানোর অমর সংগীত,
হোক তরুণদের মানবিক ত্যাগের চিরন্তন জয়গাথা।

আয় তোরা রক্ত দানে!
হোক হৃদয় জ্বালানো, হোক মানবতার উজ্জ্বল প্রদীপ,
হোক সেই দীপ যা অন্ধকারে আলো ছড়ায়,
হোক তরুণদের রক্তবন্ধুত্বের চিরন্তন গান!
--------------------------------------------


২৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।