ওই এসেছে ডাক এসেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওই এসেছে ডাক এসেছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

ওই এসেছে ডাক এসেছে, বাজে ঝড়ে,
জাগো হে তরুণ বীর! জাগো হে অগ্নিমুখ দেশে।
মাটির নিস্তব্ধতা চূর্ণ হোক পদে পদে,
ধ্বংস করো ভণ্ড চাঁদাবাজ, দেশদ্রোহীর দল-দলে।

ধ্বংস করো! নিপাত করো!
ষড়যন্ত্রী, মুনাফিক, শাসকের অবিচারে ভোরে।
গুম-হত্যা-ধর্ষণের অন্ধকারে জ্বলো অগ্নি,
মাদক, সিন্ডিকেট, দস্যু, প্রতিপক্ষ—সব ধ্বংস করো সবাই।

ওরে যোদ্ধা! জাগো রে!
হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস, অস্থিরতার শৃঙ্খল ভাঙো রে।
ষড়যন্ত্র, শত্রু, দোসরের দুর্গে গর্জন উঠুক তেজে,
পদে পদে বিজয়ের অগ্নিশিখা উঁচু হোক অমোঘ ঢেউয়ে।

উঠো! পদ চেপে ধরো!
স্বাধীনতার পতাকা আকাশে ছুঁড়ে দাও ভোরে।
নতুন মুক্তির ঝড়, তুফান বয়ে আসুক প্রেরণায়,
মুনাফিক, শত্রু, প্রতিপক্ষ—সব শৃঙ্খল ভাঙুক, ধ্বংস হোক আরো।

ওই এসেছে ডাক এসেছে!
গর্জে উঠো, জাগো, তেজে ভরা বাংলার তলোয়ার তুলো দেশে।
প্রত্যেক শ্বাসে জাগুক বিদ্রোহের অগ্নিশিখা,
প্রত্যেক পদে কেঁপে উঠুক অন্যায়ের আস্তানা, বিদ্রোহের দ্যুতি।

বিদ্রোহ করো! বিদ্রোহ করো!
প্রতিটি হৃদয় বাজুক বিদ্রোহের তুমুল ঢং।
এই বাংলার মাটি, বাতাস, নদী, আকাশ—
সব বলুক, “আমরা মুক্ত, আমরা জয়ী, আমরা বীর, আমরা বিপ্লবী!”


চল মুক্তির তরে! চল, অগ্নি ছুঁড়ে দাও,
শত্রুদের দুর্গে প্রতিটি গর্জন বাজাও।
তুমি হোক তলোয়ার, তুমি হোক অগ্নিসূর্য,
বিদ্রোহের ঝড় বইয়ে দাও, ভাঙো সব অন্ধকারের দুর্যোগ!
-------------------------------------------------


২৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।