শ্রেষ্ঠ শিক্ষিকা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শ্রেষ্ঠ শিক্ষিকা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************

গ্রাম নাশেরা, পোস্ট তারাগঞ্জের কোলে,
শিশুর চোখে জাগে আশা,
প্রতিটি সকালে শ্রেণিকক্ষে বাজে জ্ঞানের স্রোত।

মোছলিমা আক্তার সুইটি—
বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালিবের কন্যা,
শিরিন পারভীনের সন্তান,
জীবনের পথে ছড়ায় মানবতার আলো।

শিক্ষাজীবন শুরু বাঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে,
চিনাডুলি বাঘিয়া এম আর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ১৯৯৩,
লালমাটিয়া মহিলা কলেজ থেকে এইচএসসি ১৯৯৫,
কাপাসিয়া ডিগ্রি কলেজ থেকে বিএ ১৯৯৮,
শান্তা মারিয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ২০০৫—
প্রতিটি শিক্ষার ধাপ হৃদয়ে রাখে দীপ্তি।

স্বামী মোঃ শামসুল হুদা লিটন—
সহযাত্রী, সহচর, জীবনসঙ্গী।
তারাগঞ্জ স্কুল এন্ড কলেজে সহকারী অধ্যাপক,
কাপাসিয়া প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক,
বিশিষ্ট সাংবাদিক, কবি ও গবেষক।

বর্তমানে প্রধান শিক্ষক, পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,
শিশুদের হাতে জ্ঞানের মণি তুলে দেন,
মানবতার বীজ বোনেন প্রতিটি হৃদয়ে,
প্রভাতের আলো যেন ঘরে আসে তার হাত ধরেই।

২০১৮, ২০১৯ এবং ২০২২ সালে
কাপাসিয়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক,
এবং ২০২২ সালে গাজীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক।
২০১৯ সালে ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল এ্যাওয়ার্ডের মর্যাদা প্রাপ্ত।

শ্রেণিকক্ষে তিনি, মাঠে তিনি,
প্রতিটি পাঠে, প্রতিটি শিশুর চোখে—
জীবনের আলোর দীপ্তি,
শিক্ষার গান,
নীরব, গভীর, কাব্যিক—
জীবনানন্দ দাসের ছন্দে বাজে।
-----------------------------সূত্র-অনলাইন


২৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।