উদীয়মান লেখক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

উদীয়মান লেখক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

মোঃ দেলোয়ার হোসেন মোড়ল,
পিতাঃ মোহাম্মদ আলী মোড়ল, মাতাঃ মাজেদা বেগমের প্রেয়সী।
গ্রামঃ আড়াল, পোস্টঃ আড়াল বাজার,
ইউনিয়নঃ সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর—জাগ্রত প্রাণের ঠিকানা।

শিক্ষার দীপ জ্বালিয়েছ তাঁর পায়ে—
সমাপনীঃ আড়াল মিয়া পাড়া সরকারি প্রাঃ (১৯৮৯),
এস.এস.সিঃ আড়াল জি এল হাই স্কুল অ্যান্ড কলেজ (১৯৯৫),
এইচ.এস.সিঃ কবি নজরুল সরকারী কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি (১৯৯৯),
বি.এসসি (পদার্থ, রসায়ন, গণিত) কবি সরকারি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি (২০০৪),
এম.এসসি (রসায়ন) ঢাকা কলেজে (২০০৯) সম্পন্ন।

রক্তে বইছে ‘বি’ পজিটিভের সাহস,
কর্মস্থলঃ প্রতিষ্ঠাতা, পরিচালক ও শিক্ষক,
“রিফ্লাস্ক কোচিং সেন্টার” (৫ম-ডিগ্রি/অনার্স),
কুড়িল, ভাটারা, ঢাকা-১২২৯,
মোবাইলঃ 01912-516940।

লিখেছে হৃদয়ের আগুনে, অক্ষরে অক্ষরে—
"অতৃপ্ত তৃপ্তি" (বই পত্র প্রকাশন, অমর ২১-শে গ্রন্থমেলা-২০১৯),
"নির্ঘুম নিঝুম" (সুবর্ণ প্রকাশনী, অমর ২১-শে গ্রন্থমেলা-২০২০),
"বেলা শেষ" (কাকলি প্রকাশনী, অমর একুশে গ্রন্থমেলা-২০২৩),
"লোনা জল"—লেখা চলছে, উত্তাল নদীর মতো।

ভালো লাগা—প্রেরণার অগ্নিশিখা:

পত্রিকা পড়া,

বিভিন্ন বই পড়া,

বিভিন্ন বই লেখা,

ঘুরে বেড়ানো,
প্রতিটি মুহূর্তে জাগে নতুন ভাবনার আলো।

ভালো না লাগা—হৃদয়ের অন্ধকারে ছায়া ফেলে:

লিখতে বসলে হঠাৎ কলম খুঁজে না পাওয়া,

হঠাৎ রেগে গিয়ে খারাপ আচরণ করা,

মা-বাবা, শিক্ষক ও বড়দের প্রতি অসম্মান,

মিথ্যে বলা, গীবত গাওয়া, অপবাদ দেওয়া।

প্রতিশ্রুতি জ্বলে তাঁর চোখে,
এই সুন্দর প্লাটফর্মের উদ্দেশ্য সিদ্ধ হোক,
মূলোৎপাটন না হোক সরকারের স্বার্থান্বেষী মহলের দাপটে,
কোন কুচক্রী মহলের জালেও যেন ফাঁদ না পড়ে।

বলিষ্ঠ দাপটের সঙ্গে এগিয়ে যাক সমস্ত অন্ধকার,
কুসংস্কার ও হীনমন্যতাকে পেছনে ঠেলে,
আলোর পথে যাক আমাদের গর্বিত পল্লী,
যেখানে ‘কাপাসিয়া গ্র্যাজুয়েট ফোরাম’
উচ্চ গলায় বলবে—আমরা পারি, আমরা পারবো!

মোঃ দেলোয়ার হোসেন মোড়ল, উদীয়মান লেখক—
কাজী নজরুল ইসলামের শৈলীতে, বিদ্রোহী, প্রেমময় ও প্রেরণাদায়ক।
---------------------------------সূত্র অনলাই


২৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।