মানবিক ডাক্তার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মানবিক ডাক্তার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************

ডাক্তার মাহফুজুল হক সোহাগ,
মানবতার দীপ জ্বলে প্রভা।
বারিষাব ইউনিয়নের চরদূর্লভ খাঁ গ্রামে,
জন্মের ছাপ রেখেছে সে উজ্জ্বল আলোয় ভরা।

বাবা মৃত সিরাজুল হক,
মাতা কোহিনুর বেগমের স্নেহের ছায়া।
দুই ভাইয়ের মাঝে বড়,
ছোট ভাই মাকসুদুল হক সৌরভ লেকচারারের মায়া।

মায়ের ইচ্ছা—ছেলেকে ডাক্তার দেখতে চাওয়া,
ছোটবেলা থেকেই মানবসেবায় জীবন গড়া।

সিংগুয়া হাই স্কুল থেকে এসএসসি পাস
সরকারি বাংলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস

২০০৬ সালে ভর্তি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে,
পড়াশোনা ও সমাজসেবা একসাথে চলল পথে।

২০১২ সালে এমবিবিএস ফাইনাল—কৃতিত্বের সাফল্য,
ইন্টার্ণশিপ শেষে কুলিয়ারচর কিশোরগঞ্জে সেবা দিল অবিরাম অমলব।

হেলথ কেয়ার মেডিকেল সার্ভিসে তিন বছর (২০১২–২০১৫),
গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো—মানবতার আশ্রয়।

২০১৭ সালে মুগদা মেডিকেল কলেজে অনারারি মেডিকেল অফিসার,
এনেসথেসিয়া ও ICU-তে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতার ঘর।

পরবর্তীতে ২০১৮ সালে মুগদা মেডিকেল কলেজের গাইনি বিভাগে এক বছরের ট্রেনিং,
প্রফেসর নাহিদ ইয়াসমিনের ভালোবাসা ও অনুপ্রেরণায় জ্ঞানের বৃদ্ধি।

২০১৯ সালে নবীনগরের অলিউর রহমান জেনারেল হসপিটালে,
আবাসিক সার্জন হয়ে দুই হাজার সফল অস্ত্রোপচার সম্পন্ন।

পরবর্তীতে কিশোরগঞ্জের রেনেসাঁ হসপিটাল—উপ-পরিচালক ও ১০ ভাগ মালিকের অংশীদার,
সার্জারি, পরিচালনা, প্রশিক্ষণ—মানবতার কাজে তাঁর ধার।

সাত বছর (২০১৩–২০২০) টেলিমেডিসিন সার্ভিস, ০১৭১৭৪৭৭৫৬৩ নম্বরে,
পরামর্শ ও ওষুধের বার্তা—মানুষের হৃদয়ে পৌঁছায় স্পর্শে।

আট বছর মেডিসিন, সার্জারি, গাইনী—বিভিন্ন মেডিকেল কলেজে অর্জিত অভিজ্ঞতা,
সেবার মানসিকতা ছিল, আছে, থাকবে—মানবতার অমলিন প্রমাণ।

মানুষের দুঃখে পাশে থাকা,
রোগীর হাসিতে আনন্দ পাওয়া।
ডাক্তার মাহফুজুল হক সোহাগ,
মানবতার নক্ষত্র, সেবার দীপ্তিময় আলো জ্বালা।
-------------------------------------সূত্র অনলাইন।


২৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।