অধ্যক্ষ কারিগরি কলেজ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অধ্যক্ষ কারিগরি কলেজ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***************************************
কাপাসিয়ার আকাশ আজ অশ্রুভেজা,
আমরাইদ গ্রামে নেমেছে শোকের কালো ছায়া,
অধ্যক্ষ আমিনুল হক সাদেক ভাই,
চলে গেলেন হঠাৎ—নিঃশব্দ বিদায়ের ধ্বনিমালা।
রাত ১০টা ৪০ মিনিটের নিস্তব্ধ প্রহরে,
স্ট্রোকের আঘাতে থেমে যায় হৃদস্পন্দন,
একটি গ্রাম, একটি প্রজন্ম, একটি প্রতিষ্ঠান—
হারালো আপন অভিভাবক, প্রজ্ঞার প্রদীপতন।
আমরাইদ কারিগরি কলেজের উঠোন আজ নিথর,
শিক্ষার্থীদের বুক ভেঙে কান্নার স্রোতধার,
যেখানে তিনি দিতেন শিক্ষা, আলো, স্বপ্নের দিশা,
সেই প্রাঙ্গণ আজ শুনছে শুধু অশ্রুজলের ভাষা।
গ্রামবাসীর চোখে নেমেছে শোকের ঝড়,
প্রিয়জন হারানোর বেদনায় কাঁপে চারদিক জুড়,
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"—
এই উচ্চারণে ভিজছে প্রতিটি হৃদয়ের ক্ষরণ।
হে প্রভু!
তাঁকে দাও জান্নাতুল ফেরদৌসের উচ্চ আসন,
আত্মা তাঁর পাক শান্তি, আলোয় ভরা জীবন,
শোকসন্তপ্ত পরিবারকে দাও ধৈর্যের বল,
তোমার রহমতে হোক তাঁর চিরশান্ত সম্বল।
তারিখ – ১১/০৭/২০২২ইং।
---------------------------------------- সূত্র অনলাইন
২৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।