রক্ত দান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রক্ত দান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
রাওনাটের বুক গড়া এক সাহসী যুবক,
মানবতার মশাল হাতে এগিয়ে চলুক।
সভাপতি মাসুম মোল্লার দীপ্ত নেতৃত্বে,
জাগে অঙ্গীকার রক্ত বন্ধু ফাউন্ডেশনে।
“রক্ত দাও, জীবন বাঁচাও”—এই শপথ মহান,
মানব বাঁচানোই হোক জীবনের জয়গান।
ইতিমধ্যে দিয়েছেন এক ব্যাগ রক্ত একপ্রাণ,
প্রাণে ফিরেছে আশা, মুছে গেছে সমস্ত দুঃখ-বেদন।
প্রাণপ্রিয়দের জন্য ঝরে রক্তের স্রোত,
একশ ব্যাগে ফোটে আশা, মিলায় দুঃখের ভোঁদ।
মুমূর্ষুর মুখে ফুটেছে হাসির আলো,
দানশক্তির গান বাজে দিগন্তজুড়ালো।
যুবকেরা এগিয়ে আসে শপথের তরে,
মানবতার জয়ধ্বনি ধ্বনিত ভুবন ভরে।
ক্ষুধার্তে যেমন অন্ন, তৃষ্ণার্তে যেমন জল,
রক্ত দান তেমনি বয়ে আনে জীবন অনল।
সভাপতির নেতৃত্বে হোক মানবের জয়ধ্বনি,
রক্ত দানই শ্রেষ্ঠ দান, অমর সবার বাণী।
প্রতি রক্তবিন্দুতে ঝরে আশার আলো,
দুর্জীবের জীবন হোক জীবনদাতা আলো।
রক্তবন্ধুদের হাতে ঝরে বীরত্বের ধারা,
মানবতার মানচিত্রে জ্বলে রক্তসেবা সারা।
একশ ব্যাগ রক্ত, একশ প্রাণের অঙ্গীকার,
মানবতার জয়ধ্বনি বাজুক অনন্ত আকাশ।
যে যুবক এগিয়ে আসে, তার পদধ্বনি অনন্ত,
মানবতার কণ্ঠে বাজুক চিরন্তন প্রতিজ্ঞার গান।
প্রাণের বিনিময়ে জাগুক আশার আলো,
রক্ত দান হোক মানবতার মহা মহিমার পাল্লা।
------------------------------------------------
২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।