স্মৃতির পাতায়-ফারুক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্মৃতির পাতায়-ফারুক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
রাওনাটের বুকে আজ কাঁদছে অজস্র অশ্রু,
ফারুকের অকাল বিদায়ে হৃদয় ভেঙে যায় নীরব ধ্রু।
মোঃ ফারুক হোসেন বেপারী, সহপাঠি প্রিয় আমার,
জালাল উদ্দিন মাষ্টারের সন্তান, চলে গিয়েছ হঠাৎ অন্ধকার।
হোন্ডার পথে ঝড় উঠলো, জীবন ভেঙে পড়লো,
হাসি-খেলা, গল্প-গল্পান, সবই স্মৃতির পাতায় ছড়ালো।
দূর্গাপুরের পথ আজ শূন্য, নিস্তব্ধতারই গান,
তোমার পদচিহ্ন ছাড়া সোনালি দিনের আলোও নিভে গেছে হান।
বন্ধুত্বের মধুর স্মৃতি আজ বিষাদে ভরে,
ক্লাসরুমে খালি আসন, তোমার হাসি নেই কোনো কোণে।
প্রিয় ফারুক, বিদায়ের ব্যথা হৃদয় জ্বালায়,
স্মৃতির পাতায় নাম লিখেছি, অশ্রুর ঢল ছলছলায়।
রাতের নিস্তব্ধতায় কাঁদে চাঁদও আজ,
তোমার সান্নিধ্যহীন আঁধারে হারিয়ে গেছে সব ভাষা।
বাতাসও যেন তোমার গানের রস খুঁজে বেড়ায়,
তবু তুচ্ছ অশ্রুতে মুছে যায় তোমার নিঃশ্বাসের ছায়া।
ফাগুনের ফুল কাঁদে, পাখি দুচোখে জল মাখে,
শিশির বিন্দু মনে করায়, তুমি চলে গেলে পৃথিবী ভুলে।
প্রিয় বন্ধু, ব্যথার সাগরে ভেসে যায় হৃদয়,
তোমার হাসি, কথা, স্বপ্ন—সবই হয়ে গেছে শূন্যের পোড়।
মৃত্যুর এই অকাল হাহাকার, করুণতম এক সুর,
শিশুর মতো নিঃশব্দ কাঁদে সারা গ্রাম, ছায়া ঝরে পুর।
রাওনাটের আকাশে বৃষ্টি হয়ে পড়ে অশ্রুর বর,
তবু হৃদয়ে তুমি বেঁচে আছো, স্মৃতির পাতায় চিরন্তন অমর।
মহান আল্লাহ, তাকে করুণায় নাও আশ্রয়,
জান্নাতের আলোয় ভরে দাও, শান্তি দাও অন্তরায়।
ফারুক হোসেন বেপারী, প্রিয় বন্ধু আমার,
তোমার বিদায়ে ভেঙেছে আমাদের জীবন-উজ্জ্বল তার।
প্রার্থনা করি, আল্লাহ দান করুন ধৈর্য্য ও শক্তি আমাদের,
ফারুকের স্মৃতিতে রয়ে যাক ভালোবাসার অনন্ত অন্দর।
বিদায় নয়, ফারুক, শুধু এক অকাল বিরহের ক্ষণ,
আবার দেখা হবে, সেই দিন দূরে নয়—হৃদয়ের অন্তরালে মিলন।
রাওনাটের আকাশ আজও তোমার জন্য কাঁদে,
প্রিয় ফারুক, তোমার ব্যথা, তোমার হাসি, আমাদের হৃদয়ে গাঁথা।
বন্ধুত্বের বন্ধন অটুট, তুমি বেঁচে আছো অন্তরে,
স্মৃতির পাতায় চিরকাল লেখা থাকবে তোমার নাম, অমলিন অমর।
মহান আল্লাহ, করুণায় নাও তাকে আশ্রয়,
শান্তিতে ভরে দাও তার অন্তর, মুক্তি দাও অনন্ত যাত্রায়।
প্রিয় বন্ধু, স্মৃতির পাতায় তুমি চিরকাল বেঁচে আছো,
হৃদয়ের কোণে, চোখের জলেই, ভালোবাসায়—অমলিন হয়ে থাকো।
-----------------------------------------------------------------
২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।