হাওয়ায় ওড়া পাতা
- নাহিদ সরদার
খোকা, জন্মদিনে নদী দেখতে চেয়েছে।
এই এতটুকু ইচ্ছে পূরণে
একটা বিকেলের অপেক্ষায় পার করছি,
স্নিগ্ধ সকাল, শরতি দুপুর।
বিকেল আসবার আগেই -
আর্তের চিৎকার কানে আসে।
বিকেলটা হাসাপাতালের বারান্দায় কেটে যায়।
ছোট্ট খোকা বাবার আশায় পথে চোখ রাখে!
সন্ধ্যা নামে ;
আঁধারে হারায় নৌকা ও নদী-
কতশত ভাবনা এভাবেই আঁধারে হারায় রোজ!
দিনশেষে আমরা এক হাওয়ায় ওড়া পাতা।
২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।