কৃতজ্ঞতা, প্রিয় ব্যাচ ১৯৯৪
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কৃতজ্ঞতা, প্রিয় ব্যাচ ১৯৯৪
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
রাওনাট আর্দশ উচ্চ বিদ্যা নিকেতন,
মোর হৃদয়ে জ্বলে তোমাদের দীপ্তি অমলিন।
প্রিয় ১৯৯৪ ব্যাচ, তোমাদের প্রতি শ্রদ্ধা,
স্মৃতির পাতায় লেখা চিরন্তন প্রতিফলন।
আমি তোমাদের বড় ভাই, বন্ধু, কবি,
হৃদয়ে গাঁথি তোমাদের স্মৃতি অমলিন।
শিক্ষকের চোখে আজ গর্বের দীপ জ্বলে,
শিষ্য তোমরা স্বপ্নের আলো ভাসালে।
হাসি-মুখর দিন, অশ্রু ভেজা স্মৃতি,
বন্ধুত্বের রেখা অমর হয়ে থাকে অমিতি।
সম্মাননা গ্রহণে কৃতজ্ঞতা জানাই,
প্রিয় ব্যাচ, তোমরা চিরকাল হৃদয়ে থাকাই।
তোমাদের সাফল্য মোর প্রাণে বাজে,
প্রত্যেক মুহূর্তে তোমাদের প্রতি ভালোবাসা সাজে।
রাওনাট প্রাঙ্গণে গর্বের সুর বাজে,
শিক্ষার আলো ছড়ায় দূর-দূরপ্রান্তে প্রাণে।
চিরন্তন বন্ধুত্ব, স্নেহের অমল রেখা,
স্মৃতির ভাঁজে ভরে প্রতিটি শীতল বেলা।
প্রিয় ১৯৯৪ ব্যাচ, তুমি গর্বের আলো,
আমাদের হৃদয়ে চিরদিন তুমি অমল আলো।
তোমাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা,
ভাসে অমর সুরে আজ এই কবিতার বৃত্তে।
ধন্য তুমি, প্রিয় ব্যাচ, স্মৃতির আলো ছড়াও,
আমার হৃদয় সবসময় তোমাদের কাছে অর্পণ করাও।
প্রিয় ব্যাচ, তোমরা আছো অমল বন্ধুত্বের প্রতীক,
তোমাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা চিরন্তক।
------------------------------------------------------
২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।