পিতা-পুত্রের বন্ধন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পিতা-পুত্রের বন্ধন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************

পিতার কণ্ঠে বাজে বীরের দ্যুতি,
আয়ান হাসানের হৃদয়ে ওঠে নতুন গানের সুর।
রক্তের স্রোতে বয়ে চলে অমোঘ বিশ্বাস,
প্রতিটি স্পর্শে জন্মায় প্রেমের আভাস।

হাত ধরেই পিতা পথ দেখান অন্ধকারে,
আয়ান পা ফেলে জীবনের কঠিন পাহাড়ে।
রক্তের বাঁধন মজবুত, আঁধারও ভেঙে যায়,
যেন বজ্রপাত ভেঙে দেয় গভীর অশান্ত আকাশ।

সন্ধ্যার ছায়ায়, চাঁদের আলোয়,
পিতা-পুত্রের হাসি যেন ফুলের ঝরনা।
কঠিন সময়ের ঝড়ে, দুঃখের অমাবস্যায়,
রক্তের বন্ধনই দেয় শক্তি, আশার দ্যুতি।

আয়ানের স্বপ্নে থাকে পিতার ছায়া,
পিতার চোখে খুঁজে পায় আয়ানের আশা।
রক্তে লেখা অমোঘ প্রীতি, অক্ষয় বন্ধন,
যে বাধনে বাঁধা, জীবন হয়ে ওঠে গান।

পৃথিবীর সব পুত্রই পিতার কাছে,
যেন নদীর জল ফিরে আসে সমুদ্রের আঁচলে।
প্রতিটি কান্না, প্রতিটি হাসি, প্রতিটি কথা,
রক্তের ঋণে মিশে থাকে স্নেহের অমোঘ ছায়া।

সন্তান যেন ভুলে না যায় পিতার ত্যাগ,
যেন বাতাসে ভেসে আসে ফুলের সুবাস।
পিতার আদর, আয়ানের শ্রদ্ধা, যুগ যুগ ধরে,
যেন পাহাড়ের মাটি থেকে উঠে নদীর ঢেউ।

এ বন্ধন কখনও ছিন্ন হবার নয়,
রক্তের বন্ধন বাঁধা আছে অমলিন, অমৃতধারা।
পিতার হাতের ছায়া আয়ানের পথে আলোকস্তম্ভ,
প্রতি ধ্রুবতারার মতো চিরন্তন, অমোঘ, অশেষ।

পৃথিবীর সব পুত্রা জেগে উঠুক সত্যের আলোয়,
পিতার শিখানো দ্যুতি যেন আলোকিত করে পথে।
পিতা-পুত্রের প্রেম, রক্তের বন্ধনে বাঁধা,
হৃদয়ে জাগায় শক্তি, সাহস ও আশার অমোঘ সুর।
--------------------------------------


২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।