দাদার উপদেশ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

দাদার উপদেশ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************

দাদা আবুল হোসেন মোল্লা ডেকে বললেন জোরে,
“হে আয়ান, আল্লাহর পথে চলো অটল শিরে!”

নাতী আয়ান হাসান মোল্লা লাফিয়ে এলো কানে,
মোল্লা পরিবারের উত্তরসূরী শেখে ন্যায়ের তানে।

“সত্য বলো সর্বদা, প্রতিজ্ঞা রাখো নামাজে,”
নাতীর চোখে জ্বলে আলোর দীপ্তি, হৃদয়ে ভরে ভক্তি ছায়ে।

“ধৈর্য ধরো, কষ্ট-দুঃখ আসুক যতই ঘরে,”
খুনসুটি করলেও শেখে নৈতিকতা, আল্লাহর পথে ভরে।

“অহঙ্কার ত্যাগ করো, বিনম্র হও ইমানের আলোয়,”
আয়ান হাসান শোনে দাদার বাণী, শান্তি মেলে জীবনের ধ্রুবতারা।

“প্রকৃতিকে সম্মান দাও, নদী, গাছ, ফুল, পাখি,”
শিখে নাতী, খেলা-মজায় ফুটে ন্যায়ের দীপ্তি।

“অন্যকে সাহায্য করো, দাও দান, ভরে দাও দয়া,”
মোল্লা পরিবারের উত্তরসূরী শেখে মানবিকতার মহিমা, আলোর ছায়া।

“বিদ্যা অর্জন করো, জ্ঞান হোক ইসলামের আলোয় দীপ্ত,”
নাতীর মন জানে, নৈতিকতা হোক জীবনপথে দ্যুতি।

“বয়সীদের সম্মান দাও, শিষ্যত্ব শিখো বিনম্রভাবে,”
প্রার্থনার সুরে মিলে ভরে ওঠে হৃদয় চিরন্তনভাবে।

“খুনসুটি করো, খেলো মাঠে, হাসি-আনন্দে ভরে জীবন,”
তবু শেখো ন্যায়বিচার, প্রার্থনা, ধৈর্য, আল্লাহর অটল প্রতিপদ্বণ।

“সঙ্গী হও সৎ বন্ধুদের, বিচক্ষণতা থাকুক সঙ্গে,”
নাতী শোনে, খুনসুটি, খেলা, শিক্ষা মিলিয়ে প্রাণে আলোধ্বনি।

“সত্য, ন্যায়, প্রজ্ঞা, সাহস—সব মিলিয়ে চল জীবনপথে,”
মোল্লা পরিবারের উত্তরসূরী এগোয়, দাদার শিক্ষায় শক্তি, ভালোবাসা, মহিমায়।

“রোজা পালন করো, নামাজে থাকো কণ্ঠে, মন ভরে দয়া,”
নাতীর চোখে জ্বলে বিশ্বাস, আল্লাহর ছায়ায় ভরে পূর্ণতা।

“প্রকৃতির মাঝে খুনসুটি, ফুল-ফল, পাখির ছন্দে শিক্ষা,”
নাতী শোনে, খেলা-মজায় জীবন ভরে উঠুক নৈতিক দীপ্তি ছড়া।

“বৃক্ষের ছায়ায় বসো, নদীর কলতানে শুনো নীতি,”
দাদার কথা মনে রাখো, হৃদয় হোক উদার, প্রাণে প্রীতি।

“আত্মসংযম শিখো, অহংকার ভুলে, দয়া ছড়াও যাত্রায়,”
নাতী খুনসুটি করলেও মেনে চলে দাদার প্রতিটি কথা।
-------------------------------------------


২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।