যখন যুবক ছিলাম আমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যখন যুবক ছিলাম আমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া, গাজীপুর
****************************************

যুবকের মন জ্বলে, আগুনে ধরা,
প্রেম, বিদ্রোহ, বিপ্লব সব একসাথে ঝরা।
পদক্ষেপ আমার বজ্রধ্বনি, শত্রুর বিরুদ্ধে শিখা,
দেশের শত্রু চাইলে থামাতে, পুড়বে প্রলয়পাথা।

মুক্তির স্বপ্নে চোখে আগুন, হৃদয়ে ঝড়,
প্রেমিকার পাশে দাঁড়াই, কণ্ঠে গর্জনধ্বনি ঝর।
প্রতিটি স্পর্শে জীবন দাহিত,
প্রতিটি নিঃশ্বাসে স্বাধীনতার বীণায় ঝড় ওঠে।

দেশের জন্য লড়াই, সত্যের জন্য শপথ,
অন্যায়ের বন্ধন ভেঙে যায় অদম্য চোখে প্রতিশোধ।
পাথর, শত্রু, প্রতিবন্ধকতা সব,
আমার হৃদয়ে উড়ে অগ্নিস্ফুলিঙ্গ, বাজে বিদ্রোহের রব।

মুক্তিযুদ্ধের চেতনায় হাতের স্পর্শে আগুন,
প্রতিটি পদে ঝাঁঝালো বিদ্রোহের তরুণ।
যুবকের হৃদয় অগ্নিবলয়,
যেখানে দমন, সেখানে শিখা জ্বলে বিপ্লবের সয়।

অন্ধকার যুগে আলো জ্বালাই, পতাকা উড়াই স্বাধীনতার,
প্রতিটি পদে অগ্নিশিখা, প্রতিটি শ্বাসে বজ্রগর্জন।
বুড়ো হয়ে গেলেও থামিনি, আগুন নিভে না,
প্রেম, দেশপ্রেম, বিপ্লবী চেতনা, সত্যের পথে শঙ্খধ্বনি বাজে অনন্তকাল।
----------------------------------------


২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।