প্রেমিকার কান্না
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রেমিকার কান্না
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************

তুমি অবহেলায় করলে তুচ্ছ প্রেম,
জ্বলে উঠল হৃদয়ে অগ্নি-অভিশেম।
প্রেমিকার চোখে রক্ত অশ্রুর ধারা,
তুমি দম্ভে ভেবেছ, সে তো কেবল কারা!

অহংকারে দিলে তুমি বেদনার বাঁশি,
তার নিশ্বাস কাঁপে ঝড়েরই ভাষি।
চাঁদের আলো নেভে অশ্রুরই ঢেউয়ে,
ঝরে পাপড়ি যেমন ঝড়ো হাওয়ার বেউয়ে।

তুমি উপহাসে দিলে প্রেমকে আঘাত,
তার কান্না আজ বাজে বজ্রেরই রাত।
অবমাননার আগুন জ্বলে বুকের তলে,
শিউলি ঝরে পড়ে শোকে নিশীথ-কলে।

প্রেম যে উপহাস নয়, সে তো অগ্নি-শক্তি,
সে তো বিদ্রোহী ঝড়, প্রলয়-অভ্যক্তি!
যে চোখ তুমি করেছ অপমান,
সেই চোখেই আছে জগৎ জুড়ানো প্রাণ।

একদিন ফিরবে তুমি শূন্যতার বুকে,
অহংকার ভাঙবে বজ্রেরই শোকে।
তখন বুঝবে—অবহেলা মানে ক্ষয়,
প্রেমিকার কান্না চির অমর স্রোত বই!
---------------------------------------------


২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।