লক্ষ্য অর্জনে অনড়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

লক্ষ্য অর্জনে অনড়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

তিনি মামুনুর রশীদ, ডাক নাম মামুন,
বাতেনের পুত্র, ফরিদার সন্তান সুনুন।
রাউৎকোনার গ্রামে জন্ম, মাটির আঁচলে বড় হওয়া,
কাপাসিয়া সদরের গল্পে মিশে গেছে প্রাণের সোনা।

প্রাথমিক শিক্ষা রাউৎকোনা সরকারি বিদ্যালয়ে,
এসএসসি পাইলট স্কুলে শিখেছেন জীবন রঙ মেলাতে ধীরে।
এইচএসসি কলেজ ও আমরাইদ টেকনিক্যাল ট্রেনে,
জ্ঞান সংগ্রহ করেছেন পর্বতীর বুকে, স্বপ্নের বীনে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়—অর্থনীতির চূড়ান্ত গঠন,
বি.এস.এস. অনার্স, এম.এস.এস., জ্ঞানের দীপ্তি অনবরণ।
সোয়াকের সভাপতির দায়িত্বে শিখেছেন নেতৃত্বের মান,
অ্যালামনাই সমিতিতে আজীবন, বন্ধুত্ব ও সম্মান।

কাপাসিয়া পাইলট প্রাক্তন শিক্ষার্থী সমিতিতে তথ্য ও যোগাযোগ,
সেতু বন্ধনে অর্থ সম্পাদক, উন্নয়নের অঙ্গীকার।
কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা,
হ্যান্ডশেক এগ্রো লিঃ এর পরিচালক, দৃষ্টিতে বাস্তবতা।

পেশায় সহকারী ব্যবস্থাপক, খালেদ গ্রুপে কর্মস্থলে,
উত্তরার শহুরে জীবনে সময় যায় ব্যস্ততায় তলে।
অপছন্দ শো-অফ, নাক গলানো, অপ্রয়োজনীয় ব্যর্থতা,
মানুষ চিনতে না পারা, “না” বলতে না পারার ব্যথা।

অবসরে বই, গান, নাটক, মুভি আর টকশো,
ওয়াজ শোনা, ফেসবুকিং, বন্ধুদের সঙ্গে আড্ডা তো।
নেশা—লক্ষ্যে অনড় থাকা, নতুনদের বন্ধু বানানো,
অন্যের উপকারে হাত বাড়ানো, সত্যিকারের জীবন গড়ানো।

তিনি বিবাহিত, সিদ্ধান্ত নিজের হাতে,
পরামর্শ নিলে করেন, ফাইনাল যা ভালো লাগে।
রেজাল্ট-ওরিয়েন্টেড, গ্রামীন জীবন প্রিয়,
নিদ্রা, আড্ডা, অসহায়দের জন্য করুণার ধ্বনি বিয়।

লক্ষ্য অর্জনে অনড়—এটাই তাঁর পথের ছন্দ,
প্রতিটি পদক্ষেপে জাগে মানবিকতা ও বন্ধুত্বের সন্ধান।
মানবতার মেলবন্ধনে বাঁধা নেই কোনো বাঁধন,
তিনি মামুনুর রশীদ, স্বপ্ন ও সততার প্রতীক অনন্ত অন্বেষণ।
------------------------------- সূত্র অনলাইন


২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।