পুকুরকাব্য
- যুবক অনার্য

সোমত্থ এ গাঁয়ের মাঝখানে
সেই রাধাপুকুর- পাপড়ি ঢাকা
তলদেশ ওপারে ফুল
পুকুরের পাড় নলিনী ঘাস
শান বাঁধানো ঘাট
শ্যাওলার দাগ
স্নানের শব্দ
যেন বা পারদের ওঠা নামা
গাভিন বর্ষনে উপচে পড়া
ঘনগন্ধা গৌর জল।

আমাদের এ গাঁ পোয়াতি হয়
স্নানের ভিতর


২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৬-০৯-২০২৫ ০০:৩০ মিঃ

খুব ভালো লাগলো।