নারী সার্জেন্ট
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নারী সার্জেন্ট
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************


নিগার সুলতানা (রিমা), গাঁয়ের শোভা বারিগোঙে,
ডাকঘর রাণীগঞ্জ, দূর্গাপুরে তার যাত্রা রঙে।
এসএসসি রাণীগঞ্জ হাই স্কুলে ২০০৮ সালে পেয়েছে আলো,
এইচএসসি গাজীপুর মহিলা কলেজে ২০১০ সালে জ্বেলে নতুন আলো।

বিবিএ অর্জন করেছে ভাওয়াল বদরে আলম কলেজের পথে,
অ্যাকাউন্টিংয়ে শিক্ষার দীপ জ্বেলে, সোনার মতো উঠে।
এমবিএ-ও সম্পন্ন করেছে একই কলেজে অধ্যয়নের ছন্দে,
অ্যাকাউন্টিংয়ে পারদর্শী, জ্ঞানের আলো জ্বলে মনমন্দে।

আজ সে দাঁড়ায় সাহসী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট,
রণ তূর্যের মতো সাহসী, শৃঙ্খল ভাঙে প্রতিটি মুহূর্তে।
নারীর শক্তি, দৃঢ়তা, বীর্যের প্রতীক তার রূপে,
প্রতিটি পদক্ষেপে বাজে ন্যায়ের ডাক, শত্রুতে ভয়, বিপ্লবের গুণে।

সাহসী রণবীর্যের ছন্দে, চোখে দীপ্তি, হৃদয়ে প্রাণ,
সমাজের নিরাপত্তায় অঙ্গীকার, দুঃসাহসকে করে বিনান।
প্রতিটি কাজেই তিনি দেন সম্মান, সততার দীপ জ্বেলে,
নারী সার্জেন্ট নিগার সুলতানা, রণ তূর্যে রণ বীর্যের মেল।
--------------------------------------------------সূত্র অনলাইন


২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।