যদি জ্বলে ওরা
- মোঃ নাসির উদ্দীন

একই নদী, জোয়ার-ভাটা,
ক্ষণে সে গরম, ক্ষণে নতা।
এক পাড় গড়ে, এক পাড় ভাঙে,
চলে চলার আপন রঙ্গে।

যখন জাগে রোষের ঢেউ,
ভাসায় কূলের ঘর-বউ-নৌ।
গাছ-পালা আর ফসল ভেঙে,
মানুষ রাখে শূন্য রেঙে।

শান্ত থাকলে দেয়ই সুখ,
তীরে বাজে সুরের মুখ।
কিন্তু রাগে উঠলে বাঁধে,
চেনা জীবন তছনছ কাঁদে।

নারীর মনও নদীর মতো,
ভেতর ভাসে শত রঙ ছোঁতো।
কখনো হাসে ফুলের বনে,
আবার জ্বলে রাগের সনে।

শান্ত হলে সংসার স্বর্গ,
ভালোবাসা ছুঁয়ে বহে অর্গ।
কিন্তু যদি রোষে জ্বলে,
ভেঙে দেয় সব প্রেমের তলে।

তাই বলি গো শত সম্মান,
তবু থেকো নদী-নারী সাবধান।
রাগে যদি জ্বলে ওরা,
ধ্বংস করে স্বপ্ন-ঘরওরা।


২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।