পিএইচ ডি ডিগ্রি অর্জন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পিএইচ ডি ডিগ্রি অর্জন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***********************************************
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ১৯৮৬ ব্যাচের মেধাবী,
কামাল উদ্দিন শামীম ভাই, গর্বে ভরে হৃদয় সকলের প্রিয়।
সরকারি শাহ সুলতান কলেজে বাংলা বিভাগের প্রধান সহযোগী,
অধ্যাপক শামীম ভাই সম্প্রতি পিএইচডি অর্জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
বাংলা প্রবন্ধ সাহিত্যে, জাতীয়তাবাদী চেতনা ১৯৪৭-২০০০,
ডঃ খন্দকার শামিম আহমেদের তত্ত্বে গবেষণার দীপ জ্বলে দীপ্ত।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রামে জন্ম,
সম্ভান্ত মুসলিম পরিবারে, রিয়াজ উদ্দিন আহমদ ও আফসানা জেসমিনের প্রথম সন্তান।
পারিবারিক জীবনে দুই সন্তানের জনক, সহধর্মিণী নাদিরা আক্তার শিক্ষকতায়,
সংসার-শিক্ষা-সামাজিক কাজে উদ্দীপনা ছড়ায়, হৃদয়ে মাটির মতো দৃঢ়।
অধ্যাপনার পাশাপাশি সমাজ ও সাংস্কৃতিক কাজে নিবিড়ভাবে যুক্ত,
উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, বন্ধুভাব, সদালাপী চরিত্রে ভরপুর।
‘ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ’ সভাপতির দায়িত্ব পালন,
নেতৃত্বের দীপ্তি গ্রাম-শহরে ছড়ায়, উদাহরণ হয়ে সকলের মনে।
‘স্বাধীন বাংলা ওপেন স্কাউট গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি,
সকলের প্রিয়, বিনয়ী, পরউপকারী, বন্ধুবৎসল, গুণে ভরা অনন্য।
ছাত্রদের অতি প্রিয়, মেধাবী শিক্ষক, সমাজে আলোকবর্তিকা,
তার সাফল্যে আমাদের হৃদয় ভরে, গর্বের রোদের দীপ্তি জ্বলে।
শামীম ভাইয়ের এই অর্জনে আমরা আনন্দে, গর্বে পূর্ণ,
তার রণতুর্য ও রণবীর্য, শিক্ষার মাঠে জ্বলজ্বল করে।
-------------------------------------------সূত্র- অনলাইন
২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।