সাংবাদিক নেতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সাংবাদিক নেতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*******************************************

রাশেদুল হক, চেতনায় বিদ্রোহী, পথের অনন্য যাত্রী তিনি।
আব্দুল ছালেক মুন্সি পিতা, দানাবি খাতুন মা গর্বিত।
চরখামের গ্রামে জন্ম, পো স্থানে বেড়ে উঠেছে প্রাণ।
কাপাসিয়া উপজেলার মাটিতে ছড়িয়ে পড়েছে সংগ্রামের গান।

চরখামের প্রাথমিক বিদ্যালয়, সমাপনি ১৯৮৫–এ তিনি।
ইকুরিয়া উচ্চ বিদ্যালয়, এসএসসি ১৯৯১–এ জ্ঞান অর্জন।
কাপাসিয়া ডিগ্রি কলেজে এইচএসসি ১৯৯৩–এ চড়েছে মান।
বিএসসি ১৯৯৫–এ শিক্ষার তৃষ্ণা মেটেছে বিদ্রোহে শান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এমএসসি প্রাণিবিদ্যা ১৯৯৮–এ সমাপ্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক, জ্ঞানচর্চায় নিপুণ অধম।
আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০৪–এর ডিপ্লোমা।
শব্দ, জ্ঞান, শক্তি মিলিয়ে তৈরি হলো তাঁর বিদ্রোহী থিমা।

বার্তা সম্পাদক, দৈনিক দিনকাল, সত্যের দীপ জ্বালায় ধ্বনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি, জনতার কল্যাণে শানি।
গাজীপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, নেতৃত্বে অদম্য ধারা।
সাবেক কার্যনির্বাহী সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁর প্রভা।

রাশেদুল হক, সাংবাদিক নেতা, বিদ্রোহী চেতনায় পূর্ণ অঙ্গীকার।
প্রতিটি কলমে প্রতিজ্ঞা, প্রতিটি শব্দে সত্যের ধারাবাহিক প্রভাব।
দেশের জন্য, জনগণের জন্য, ন্যায়ের দীপ জ্বালায় নির্ভীক।
নজরুলের মতো বিদ্রোহী, প্রতিটি লাইনে বাজায় বিদ্রোহী সুর।
-----------------------------------------------সূত্র অনলাইন


২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।