রোগীর হাসি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রোগীর হাসি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
---------------------------------------------------
আড়ালিয়ার মাটিতে জন্ম, স্বপ্ন ছিল অমলিন,
টোক ইউনিয়ন, কাপাসিয়ার গ্রামে কাটল শিশুকাল বিলীন।
বাবা মোঃ আব্দুল খালেক, শিক্ষক ছিলেন নি:স্বার্থ,
মা মাহমুদা আক্তার, ঘর ও হৃদয় ভরতেন মমতার অর্থ।
গ্রাম-স্কুলে পড়াশোনা, আড়ালিয়া উচ্চ বিদ্যালয়,
নবম শ্রেণী পর্যন্ত শিখলেন জীবন ও ভালোবাসার স্রোত বল।
এসএসসি (২০০৬) উজ্জ্বল, মেধা আর স্বপ্নের আলো,
মডেল ইনস্টিটিউট মিরপুর, ঢাকা, এইচএসসিতে (২০০৮) পড়াশোনা সজ্জালো।
বিসিআইসি কলেজ মিরপুরে, জ্ঞান অর্জন হলো অনন্য,
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে, ডাক্তারি যাত্রা শুরু হলো প্রফুল্ল।
MBBS (২০১৫) উত্তীর্ণ হয়ে, মানুষের সেবা হলো লক্ষ্য,
হাসি ফিরিয়ে আনতে যে মানুষকে, তাই ডাক্তারি হলো অনন্য শক্ত।
পোস্ট-গ্রাজুয়েশন চলমান, MPhil - Pharmacology, সিলেটের আলো,
এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজে জ্ঞান ভরা পথে হলো চলে প্রবাহ।
মিরপুর ১২-ডি, ২১/৫৩, পল্লীতে বসবাস তাঁর প্রাণের ঠিকানা,
রোগীর হাসি তার প্রেরণা, জীবনের অর্থ হয়ে ওঠে মানস পাখানা।
সেবার পথে নিরন্তর চলা, মানুষের দুঃখ দূর করা স্বপ্নে,
ডা. মাজহারুল হক হয়ে ওঠেন আলো, নিরবচ্ছিন্ন মানুষের প্রাণের বন্দনে।
-------------------------------------সূত্র অনলাইন
২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।