ধর্মপথের দীপশিখা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ধর্মপথের দীপশিখা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
মোঃ ছফির উদ্দিন মোল্লা, জন্ম ১০/৫/১৯৪৭, আলোর দীপশিখা।
পিতা মোঃ আনোয়ার উদ্দিন মোল্লা, মমতার ছায়া অম্লান।
মাতা তাহেরাবানুর করুণা, নূরের ধারায় হৃদয় ভরে।
রাওনাট মোল্লা বাড়ীর কৃতি সন্তান, জ্ঞান ও ইমান উজ্জ্বল।
খুব হাসি, খুশি, সদালাপি, শিশুক প্রকৃতির প্রাণপ্রবাহ।
ঢাকা লালবাগে হাফিজি শিক্ষা, কোরআনের নূর জীবনে জাগায়।
ময়মনসিংহ কটিয়াদী হাইস্কুলে মেধা জাগে, পথ সুগম প্রশস্ত।
কাপাসিয়া থেকে ইন্টার পাস, ঢাকা আলিয়া মাদরাসায় দাখিল অর্জিত।
আলিম, ফাজেল ও কামেল শিক্ষা শেষে, নূরের পথে জীবন সাজানো।
শিক্ষক জীবন শুরু টাংগাইল মির্জাপুর রাজারামপুর বিদ্যালয়ে।
মৈশামুরা বসন্ত কুমারী হাইস্কুলে নৈতিক শিক্ষা ছড়িয়ে আলো।
ধর্মীয় শিক্ষক, হাফেজ, কাব্যিক হৃদয়ে ইসলামীক মূল্যবোধ বয়ে আনে।
তিনি ইমাম, খতিব ও ওয়াজিয়ান, আধ্যাত্মিক পথ প্রদর্শন মানবকে।
ছাত্র ও সম্প্রদায় নূরানী আলোকিত, সত্য ও ন্যায়ের পথে পরিচালিত।
আলোর দীপশিখা রেখে তিনি মার যান, মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীফ করুন—আমীন।
অসংখ্য ছাত্র-ছাত্রী গুনগ্রাহী রেখেছেন, নৈতিক শিক্ষা ছড়িয়ে।
হাসি, খুশি, সদালাপি প্রকৃতির, মানবতা ও ন্যায়ের পথে উদ্ভাসিত।
শিক্ষা ও ধর্মীয় দীক্ষায় উজ্জ্বল, নূরের আলো ছড়ানো।
সবকিছুর মাঝেই ধর্মের মাধুর্য, নৈতিকতা ও শান্তি বিকশিত।
জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি সততা ও সৎচিন্তায় পরিচালিত।
ছাত্রী-ছাত্রদের হৃদয়কে তিনি আলোকিত করে পথ দেখান।
ধর্মীয় জ্ঞান ও কাব্যের মিশ্রণে নূরানী শিক্ষা বিলায়।
সত্য, ধৈর্য ও নিষ্ঠার মাধুর্য, জীবনকে করেছে আলোকিত।
আল্লাহর দয়া ও রহমতে তার নাম থাকবে চিরকাল প্রসিদ্ধ।
-----------------------------------------------------------
সূত্রঃ সন্তান হতে নেওয়া
২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।