দাও সালাম
- মোঃ আমিনুল এহছান মোল্লা

দাও সালাম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
শুনো শুনো ওহে মুমিন মুসলমান, প্রাণ জাগাও আলোর তরে
দাও সালাম প্রিয় ভাইকে, ভরে যাক হৃদয় মধুর স্বরে

উঠো, ছড়াও ভালোবাসা, মুছে দাও বিদ্বেষের ছায়া
সদয় চোখে দেখো প্রিয়জন, হৃদয় হোক ভরপুর আশা

শিশু হাসুক, বৃদ্ধ খুশি হোক, আনন্দ ভরে ভীষণ মধুর
প্রিয়জনকে দাও সদয় দৃষ্টি, জীবন হোক আলোকিত স্বরলহর

নেককর্মে আগ্রহী হও, নামাজে মন স্থির করো ধীরে
প্রার্থনায় ভরে ওঠো, কোরআনের আলোয় পথ হোক শান্তি

শত্রুর হৃদয়ও উদ্ভাসিত হোক, বিদ্বেষ দূর হোক নিশ্চয়
নফসের বন্ধন ভেঙে দাও, আত্মা হোক মুক্ত, মন হোক মধুরতা

প্রিয়জনের মুখে হাসি ফুটুক, বন্ধুত্ব হোক নিকটতম বন্ধন
সালাম দিয়ে প্রতিষ্ঠা করো ন্যায়, প্রজ্ঞা, সৌন্দর্য ও ভালোবাসা

উঠো, ভাই! আলোয় পথচলা করো, হৃদয় খোলো মমতার স্রোতে
প্রতি সালামে নিহিত আছে করুণা, প্রার্থনা, নেককর্মের আলো জ্যোতি

সালাম ছড়াক আকাশে, নদী, পাহাড়, মাঠে, শহরে গ্রামে
মানবতার আলো জ্বলো চিরদিন, জীবন হোক সুন্দর, শান্তি সুখে

হে মুসলিম, দাও শান্তি, ভালোবাসা প্রতিষ্ঠা করো, মুছে দাও বিরোধ
সালামের বার্তা ছড়াক চিরন্তন, হৃদয় হোক পূর্ণ আলোকিত মধুর

উঠো, ভাই-বোনেরা! চোখে আলো, মন ভরে ঈমান প্রাণে
সালাম জানাও, হৃদয় ছুঁয়ে যাও, জাগাও আলোর গান্ধে

প্রিয় মানুষকে দাও শুভেচ্ছা, শান্তি ছড়াও কোমল ছোঁয়ায়
সকল পথ আলোকিত হোক, নেককর্মে হোক হৃদয় প্রফুল্লায়

নেক দৃষ্টিতে দেখো সবাইকে, বিদ্বেষ দূর হোক চির সুখে
সালাম দিয়ে জন্মাও ভ্রাতৃত্ব, ভালোবাসা ছড়াও চারপাশ বসন্তে

শিশু, বৃদ্ধ, প্রতিবেশী সবাই হোক আনন্দে ভরে
প্রিয়জনের জন্য সদয় হও, জীবন হোক পূর্ণ শান্তির ধারে

নেককর্মে উৎসাহিত হও, নামাজে মন স্থির করো আলোর
প্রার্থনায় ভরে ওঠো, হৃদয় হোক আলো, শান্তি হোক গগনে

শত্রুর মন উদ্ভাসিত হোক, বিদ্বেষ দূর হোক সদয় কবনে
নফসের বন্ধন ভেঙে দাও, আত্মা হোক মুক্ত, মন হোক প্রাণে

উঠো ভাই! ভালোবাসা ছড়াও, বন্ধুত্বের সেতু গড়ো হৃদয়ে
প্রতি সালামে নিহিত করো করুণা, প্রার্থনা, নেককর্মের ছন্দে

সালাম ছড়াক নদী, পাহাড়, মাঠ, আকাশ, শহরে গ্রামে
মানবতার আলো জ্বলো চিরদিন, জীবন হোক সুন্দর ও মধুরে

দাও সালাম, ভাই-বোনেরা, দাও সুদূর শান্তির প্রকাশ
সালামের বাণী ছড়াক চিরন্তন, হৃদয় হোক পূর্ণ আলোর মাধুর্য
--------------------------------------------------------


২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।