স্বপ্নের দ্যুতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্বপ্নের দ্যুতি
কলমেঃ মোঃ আমিনুল ্এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**************************************************
আশরাফুল আলম খোকন—নামটি প্রথম লাইনে জ্বলে,
গ্রাম একডালা, তারাগঞ্জ, কাপাসিয়া, গাজীপুরের মাটিতে তার ঘরে।
শিক্ষা জীবন শুরু, এসএসসি ১৯৯২, স্মৃতির পাতায় লেখা,
তারাগঞ্জ এইচ এন উচ্চ বিদ্যালয়ে প্রথম আলো-ছড়া ফুটেছিল চোখে।
এইচ এসসি ১৯৯৪, কলেজের পথে মন উজ্জ্বল হয়ে ওঠে,
বি এ এফ শাহীন কলেজ, ঢাকা—স্বপ্নের জানালা খুলল সত্যি মোহে।
অনার্স ও মাষ্টার্স, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অর্জিত জ্ঞান,
ঢাকা বিশ্ববিদ্যালয়—দক্ষতা ও যোগ্যতার নিপুণ প্রতীক হয়ে দাঁড়ায়।
পেশাগত জীবনে, দেশের সংবাদ তুলে ধরা ছিল উদ্দেশ্য,
প্রধানমন্ত্রীর পাশে উপ-প্রেস সচিব, দায়িত্ব পালন করলেন নিশ্চয়।
চ্যানেল আই, নর্থ আমেরিকায় দায়িত্বে ছিলেন দক্ষতার প্রতীক,
সংবাদ ও তথ্য পৌঁছে দেন নির্ভুলভাবে—দেশ ও জনগণের জন্য অমোঘ প্রকাশিত।
তখনও স্মৃতিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াল দিন,
জনসভায় গুরুতর আহত, তবু সাহস অটল থেকে গেল তার মন।
জীবনের প্রতিটি অধ্যায়ে শিক্ষা, সেবা ও নেতৃত্বের ছোঁয়া,
গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়, সংবাদপত্রে, দেশের মানুষের মাঝে মিলে যায় আশা।
নামের সাথে রয়েছে সংগ্রাম, সম্মান, স্মৃতি ও অনুপ্রেরণার দ্যুতি,
আশরাফুল আলম খোকন—জীবন তার উজ্জ্বল ইতিহাস হয়ে থাকে চিরন্তন।
শিক্ষা ও পরিশ্রম মিলে গড়ে তুলেছে দৃঢ় চরিত্র,
সংবাদপত্রের কাগজে, মাইক্রোফোনে, দেশের খবরের প্রতিফলন উজ্জ্বল।
জনতার পাশে দাঁড়িয়ে দিতেন সত্যের পক্ষে উচ্চস্বরে,
সকলের জন্য অনুপ্রেরণা, সাহস ও সততার এক প্রতীক তিনি।
গ্রামের ছোট মাঠ থেকে বিশ্ববিদ্যালয়ের আলোয় পৌঁছানো জীবন,
আশরাফুল আলম খোকন—দেশপ্রেম ও কর্তব্যের প্রতিটি দ্যুতি ছড়ায় চিরকাল।
-----------------------------------------------------
২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।