বিপ্লবী ছাত্র নেতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বিপ্লবী ছাত্র নেতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
----------------------------------------------

মোঃ রাফাত সরকার!—বিপ্লবী বজ্রধ্বনি,
কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের অরুন গ্রাম জন্মভূমি।
পিতা ছাদির প্রধান—জনতার আস্থা, চেয়ারম্যানের গৌরব দীপ্ত,
মাতা কাঞ্চন নেছা—গৃহশ্রী বুকে জাগালেন আগুন-অভিষিক্ত।

কাপাসিয়ার হাই স্কুলে ১৯৮২ এসএসসি’র ঝলক,
১৯৮৪ ডিগ্রি কলেজে এইচএসসি—তারুণ্যের বিদ্রোহী দলক।
১৯৮৬-৮৭ ছাত্র সংসদের বিপ্লবী ভিপি বজ্রকণ্ঠে ঘোষ,
রাজপথে অন্যায়ের শৃঙ্খল ভেঙে করলেন মুক্তির ঘোষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্সের অগ্নি দীপ,
বিজ্ঞানচেতনায় ডিগ্রি কলেজে গড়লেন প্রজ্জ্বলিত সীপ।
১৯৮৯ হোটেল সোনারগাঁও চাকরির নামে ক্ষণিক বিরাম,
তবু বুকে তখনও দেশপ্রেম—বজ্রগর্জনে অবিরাম।

১৯৯৪ সাল থেকে প্রবাস জীবনের দীর্ঘ গান,
বেলজিয়ামের আকাশতলে তবু মাটির টানে জ্বলে প্রাণ।
পৃথিবীর দেশ-দেশান্তর ভ্রমণে জাগালেন আলো,
কিন্তু মাতৃভূমির প্রেমে হৃদয় রইল অমলিন ভালো।

তিনি ছাত্রদের অধিকার রক্ষার আগুন-যোদ্ধা,
রাজপথের তেজি সৈনিক, শোষণ ভাঙার বিপ্লবী অগ্নিপ্রদা।
প্রকৃতির মতো অবারিত, বিজ্ঞানের মতো যুক্তির ধারা,
রাজনীতির রক্তনদীতে জ্বলে উঠলেন সংগ্রামী তারা।

আজও মোঃ রাফাত সরকার—কাপাসিয়ার বজ্রনাদ,
তরগাঁওয়ের অরুন গ্রামে শোনায় ইতিহাসের সজীব বাদ।
বিপ্লবী ছাত্র নেতা তিনি—প্রজন্মের অগ্নিঝড়,
তার চেতনায় শিহরে ওঠে দেহ, বাজে বিদ্রোহী তূর্যধ্বর!
.--------------------------------------সূত্র অনলাইন এবং রাফাত ভাই নিজে


২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।