চিকিৎসার দ্যুতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

চিকিৎসার দ্যুতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************

খিরাটির মাটির সন্তান, ঘাঘটিয়ার গর্বিল আলো,
জীবনযুদ্ধে এগিয়ে এলেন—জ্ঞানের অমৃত ঢালো।
জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে পেলেন তিনি শিক্ষা,
এমবিবিএস ডিগ্রির তোরণে লিখলেন সাফল্যের দীক্ষা।

আজ তিনি সেবার যাত্রী, মানবতার পথিক,
আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের আইসিইউতে অটল প্রতীক।
রেসিডেন্ট মেডিকেল অফিসার, প্রাণে দেন প্রাণের সুর,
অসুস্থ হৃদয়ে জ্বালান আশা, মুছিয়ে দেন মরণ ভয়ের দূর।

পূর্বে মিটফোর্ড হাসপাতালের আইসিইউতে করেছেন সংগ্রাম,
অসংখ্য জীবন বাঁচানোর গল্প—তার পথের জ্যোতিষ্কধাম।
অসুস্থ বুকে তিনি আনে শ্বাসের মুক্তি,
রাত্রির আঁধারে ফুটিয়ে তোলেন ভোরের আলোর দ্যুতি।

তিনি কেবল চিকিৎসক নন, মানবতার অমর গান,
করুণার বীণায় বাজান সুর—রোগীর হাসির সুললিত তান।
তার হাতে সেবার স্পর্শ যেন দেবদূতের কৃপাধারা,
যেখানে মৃত্যু ভীত, সেখানে তিনি জীবনের মন্ত্রধ্বরা।

খিরাটির মাঠ-ঘাট জানে তার অমল দিশারী নাম,
ঘাঘটিয়ার গগনে বাজে মানবতার জয়ধ্বনি অবিরাম।
ডা. মোঃ নাদিম মাহমুদ—চিকিৎসার মহীয়ান প্রভা,
প্রাণে প্রাণ জাগিয়ে রাখুন, অমৃত আলোকছটা স্রোতা।
------------------------------------------ সূত্র অনলাইন


২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।