আলোর অভিযাত্রী
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আলোর অভিযাত্রী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
আড়ালিয়া গ্রামে শেকড়, পিতা মোঃ আব্দুর রহিম,
মাতা ফেরোজা খাতুন, মমতার সুধা যে অমলিন।
শৈশবের আলো আড়ালিয়া হাই স্কুলে ফুটে,
২০১০-এ এসএসসি—জীবনের প্রথম দীপ্তি ছুটে।
তারপর উত্তরা মডেল কলেজে জ্ঞানের দিগন্ত,
২০১২-র এইচএসসি—প্রতিভা পেলো শক্তি অদম্য অন্ত।
অভিযাত্রা থামেনি—রাজশাহী মেডিকেল কলেজে স্বপ্নের বসতি,
২০১৯-এর এমবিবিএস—মানবতার সেবায় নিলেন অঙ্গীকার অমৃতি।
আজ তিনি ডা. ইকবাল হাসান হিমেল, আলোর এক প্রদীপ,
জীবন-মৃত্যুর সীমান্তে রুগীর হাসি তারই প্রাপ্তি সুলভ নীতি।
ডা. জামিল আকতার রাতন হোস্টেলে বসবাস,
তবু হৃদয়ে গ্রাম, প্রকৃতি, নদী-ডাঙার অনাবিল সুবাস।
প্রকৃতির মতোই সরল, বিজ্ঞানের মতোই দীপ্ত,
চিকিৎসা সেবায় তাঁর প্রতিটি শ্বাস হলো অদ্বিতীয় সৃষ্ট।
রক্তকণিকা যেন নাচে তার হাতের স্পর্শে,
অণু আর জ্যোতির্ময় নক্ষত্রও প্রশান্তি খোঁজে তার ধ্যানে।
সাহিত্যিক দর্শনে তিনি স্বপ্নের কবি, মানবতার বন্ধু,
জ্ঞান-তরঙ্গ ভাসে তার প্রাণে, নক্ষত্রের মতো নিখিল অগুন্তু।
বিজ্ঞান আর শিল্পের সেতু বাঁধেন তিনি,
রোগীর দুঃখময় ক্ষণে শীতলতা ছড়িয়ে দেন তিনি।
রাজনীতির মঞ্চেও লড়েছেন নির্ভীক সেনানী হয়ে,
ICHIP-এর সাধারণ সম্পাদক ছিলেন দৃঢ় কণ্ঠে দাঁড়িয়ে।
আগে ছিলেন বিএসএল-এর সাংগঠনিক সম্পাদক-১ আর ক্রীড়া সম্পাদক,
যুবশক্তির দূত হয়ে গড়েছেন সংগ্রামী স্বপ্নলোক।
হিমেল নাম যেন আকাশের শীতল হাওয়া,
মানবতার স্রোতে জ্বলে তার প্রাণের জ্যোত্স্না।
প্রকৃতি, বিজ্ঞান, সাহিত্য—সব দর্শনের সেতু,
তার জীবন—এক মহাকাব্য, আলোয় ভরা রক্ত।
অণু থেকে নক্ষত্র, মস্তিষ্ক থেকে হৃদয়—
প্রতিটি কোণে বিরাজে তার চিন্তাধারার জ্যোতি।
জীবনকে দেখেন তিনি পরীক্ষা-নিরীক্ষা আর কবিতার চোখে,
প্রকৃতির, বিজ্ঞানের, মানুষের—সব অনন্ত রহস্যে।
----------------------------------সূত্র অনলাইন
২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।