জ্ঞান ও মানবতার দীপশিখা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জ্ঞান ও মানবতার দীপশিখা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
শামীম মিয়া, হামিদউল্লাহ ও মাজেদা বেগমের সন্তান,
বরিগাঁও গ্রামে জন্ম, মানবতার আলো জ্বলে প্রাণে প্রাণ।
রাণীগঞ্জ হাই স্কুলে পড়ে স্বপ্নের প্রথম শিখা জ্বলে,
কাপাসিয়া ডিগ্রি কলেজে শিক্ষা-পথে এগিয়ে চলে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে এগ্রোনমিতে হেসে হেসে,
ব্যাচেলর ও এমএস-এর দীপ জ্বলে, জ্ঞান ছড়ায় দেশে।
পরবর্তী যাত্রা নেদারল্যান্ডসের Wageningen-এ পরিবেশের পথে,
প্রকৃতির সঙ্গে মিলিয়ে চলে, শিখে বিশ্বজগতের গভীর রঙ্গে।
অস্ট্রেলিয়ার University of Sydney-এ PhD-এর আলো জ্বেলে,
জ্ঞানকে মানুষের সেবা, বিজ্ঞানকে মানুষের কল্যাণে ঢেলে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও Sydney বিশ্ববিদ্যালয়ে কর্মে,
অর্জন করে অভিজ্ঞতা, ছড়ায় সেবা ও মানবিক চেতনার ধ্রুপদে।
সমুদ্রের ঢেউ, আকাশের নীল, প্রকৃতির বুকে যুদ্ধের ছায়া,
বিজ্ঞানী হৃদয়ে শান্তি, মানবতার দীপ জ্বেলে আলোয়।
সাহিত্য-সেবা, প্রকৃতি-বিদ্যা, মানবিক চেতনার মিলায়,
অন্ধকারে আলো জ্বেলে, ভালোবাসার বন্ধন গড়ে নেয়।
শিক্ষা, গবেষণা, মানবতার পথে চিরন্তন দীপশিখা,
শামীম মিয়া, বরিগাঁওর সন্তান, আলোকিত করে দেশ-প্রাণ।
বিজ্ঞান, প্রকৃতি, সমুদ্র-আকাশ, যুদ্ধের শিক্ষায় ভরে হৃদয়,
মানবতার সেবা, শান্তি ও জ্ঞান ছড়ায় সবুজ মাঠে, সব খরায়।
গ্রামের মাটির গন্ধ, শিক্ষার দীপ, সেবার শিখা,
বিশ্বজ্ঞানী, মানবসেবক, গবেষক—শামীম মিয়ার দ্যুতি উজ্জ্বল হয়ে থাকে।
-----------------------------------সূত্র অনলাইন
২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।