কৃষকের স্বপ্ন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কৃষকের স্বপ্ন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************************

শরিফ আহমেদ, বারাতেকের ছেলে প্রাণশীল,
দস্যু নারায়ণপুর, কাপাসিয়ার মাটিতে বেড়ে উঠা অনিন্দ্যসীল।
এসএসসি ২০০২, কাপাসিয়া পাইলট হাই স্কুলে আলো ঝরে,
হাসিমুখে শেষ করলেন, ২০০৪ সালে এইচএসসি পথে।

বিএস ইন এগ্রিকালচার ২০০৯ সালে,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পেলেন জ্ঞানকে কাছে।
এবং এমএস ইন অ্যাগ্রোনমি ২০১১ সালে, একই বিশ্ববিদ্যালয়ে,
ফসলের ছন্দে, কৃষির জগতে জাগ্রত হলো জীবন ব্যথাহীন মেলবন্ধনে।

পিএইচডি ইন অ্যাগ্রোনমি ২০১৭ সালে,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও আইআরআরআই, ফিলিপাইন—জ্ঞানভাণ্ডার মিলনে।
ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ অফিসে,
সিনিয়র স্পেশালিস্ট—অ্যাগ্রোনমি রিসার্চ, ফসলের যত্নে নিবেদিত।

সদস্যদের সঙ্গে আলাপচারিতায় আনন্দে ভরা মন,
ধন্যবাদ জানাই সকলকে, যাদের সঙ্গে জীবন হয় সোনার ছায়ার ছোঁয়ায়।
প্রকৃতি, বিজ্ঞান, সাহিত্য, মানবতা—সব মিলিয়ে জীবন সাজে,
ধানের মাঠে, ফুলের ছায়ায়, জ্ঞানের আলোতে জীবন ঝরে।

ফসলের ছন্দে, মানুষের কল্যাণে, শরিফ খুঁজে শান্তি,
বিজ্ঞান, কৃষি, সাহিত্য আর প্রকৃতির মিলনে, মেলে নতুন দ্যুতি।
আলাপের আলোকে হৃদয় মেলে, আনন্দে ভরা প্রতিটি দিন,
শরিফ আহমেদের জীবনে ছড়ায় জ্ঞান আর মানবতার নিত্যদিন।
-------------------------------------------সূত্র অনলাইন


২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।