আল-কোরআনের আলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আল-কোরআনের আলো
কলমেঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***********************************************
ওহে মানব, শুনো হে কোরআনের শিক্ষা!
ধরে কোরআন, অন্ধকার ভেঙে দাও দিশা।
প্রতিটি আয়াত যেন বজ্রধ্বনি, মনে জ্বলে অগ্নির শিখা,
হৃদয়ের অন্ধকারে আলো ছড়ায়, আশা জাগায় চিরন্তন ঝিকিমিকি।
সূরা আল-ফাতিহা শিখায় প্রার্থনার তীব্র তান্ডব,
মন পায় সাহস, ভয় লেপে যায়, জাগে অন্তরের অমল শোভা।
সূরা আল-বাকারার আয়াত বলে ধৈর্য ও ন্যায়ে অটল থাকো,
ভুল থেকে ফিরে আসো, আত্মা হয়ে উঠুক অম্লান শক্তি।
সূরা আল-ইমরান শোনায় সহমর্মিতার লহর,
সত্যের পথে চলা, চিত্ত জ্বেলে রাখো, নির্ভয়ে।
সূরা ইয়াসিন জানায় মৃত্যুর অজানা রহস্য,
আত্মার অন্ধকারে আলোর দীপ জ্বেলে, ছড়ায় আশার ঝর্ণা।
সূরা আর-রাহমান বলে সৃষ্টির অপার সৌন্দর্য,
ফুল, নদী, আকাশ—সবই গায় খোদার করুণার গান।
ধরে কোরআন, হৃদয় হয়ে ওঠে আগুন, আলো, ঝড়,
জীবনের অন্ধকার দূর হয়, প্রতিটি পদক্ষেপ গর্জে উঠা ঝঙ্কার।
কোরআন ধারনের ফল, প্রজ্ঞা, ধৈর্য ও সাহস,
ভুল, অহংকার, লোভ—all মিলিয়ে যায় আগুনে।
ভালবাসা, ভক্তি, ন্যায়—সবই হৃদয়ে জন্মায়,
মানব হয় আল্লাহর নিকট, জীবন হয়ে ওঠে শক্তিশালী স্রোত।
প্রত্যেক আয়াত শিক্ষা দেয়, ধ্বনিময়, তীব্র,
আল্লাহর বাণী হৃদয়ে রাখলে জীবন হয় পূর্ণতায় ভরপুর।
ওহে মানব, চিরকাল তোমার সাথী হোক কোরআন,
আল-কোরআনের আলো ছড়াক চিরন্তন দিশার পথে।
জীবনের অন্ধকারে আলোর দীপ জ্বালাও,
ভুল, হিংসা, লোভ দূর করে সত্যের পথে এগো।
সত্য ও ন্যায়ে চলা, সহমর্মিতা ও প্রজ্ঞা,
কোরআন তোমাকে দেয় জীবনের চিরন্তন শক্তি।
আল্লাহর নির্দেশে জীবন হয়ে উঠুক পূর্ণ,
ভালবাসা, শান্তি ও আস্থা—হৃদয়ে জাগুক চিরন্তন আলো।
------------------------------------------------
২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।