উদিত ব্যাংকার
- মোঃ আমিনুল এহছান মোল্লা
উদিত ব্যাংকার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
বড়চালা গ্রাম, রানীগঞ্জ ডাকঘরের কোণে,
শিশুকাল কাটলো মাটির গন্ধে, খোলা আকাশের আলোকে বোলে।
লেহাজ উদ্দিন-পিতার ছায়া, জাহানারা মাতার স্নেহের গান,
মিলে বোনা জীবনের গল্প, স্বপ্নের সোনালী মান।
রক্তের গ্রুপ ও নেগেটিভ, শান্তির অমলিন প্রতীক,
শিক্ষার আলোয় ভরা মন, আগ্রহে ভাসে প্রতিদিনের সীমানা।
রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে শুরু শিক্ষা যাত্রা,
কাপাসিয়া ডিগ্রি কলেজে জ্ঞানপিপাসু হৃদয় খুঁজে আলো ও আঁধার।
ঢাকা কলেজে উদ্ভিদ বিদ্যা নিয়ে বিএসসি ও এমএসসি,
প্রকৃতির রহস্যে মন ভরে, পাতা-পুষ্পে খুঁজে জীবনের মধুর সঙ্গী।
বিজ্ঞান, প্রকৃতি আর শিক্ষার ছন্দে মিলিয়ে জীবন,
শৃঙ্খলায় বাঁধা পেশার মহিমা—ব্যাংকারে হয় মানবিকতা গভীর।
সোনালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার হিসেবে,
ব্যাংকিং ও সেবার মেলবন্ধনে গড়ে ওঠে প্রতিদিনের অঙ্গ।
হাতের কাজ, মনের যত্নে, মানুষের পাশে সদা উপস্থিত,
প্রকৃতি, বিজ্ঞান ও সেবায় মেলে তাঁর জীবনের অনন্য সৌন্দর্য।
সাহিত্যচর্চায় খুঁজে নিজেকে, ছন্দ ও গীতিময় শব্দে,
জীবনের গল্পে রূপে মেলে চিরন্তন আলোর ছায়ায়।
মোবাইল ০১৭১২৯৬৮০৯৩, ই-মেইল hossain.faruksohag@gmail.com
,
যোগাযোগে বন্ধুত্বের সেতুবন্ধ, জীবনের প্রতিফলন উন্মুক্ত।
জ্ঞান, প্রকৃতি, সেবা, সাহিত্য—সব মিলায় জীবনের ছন্দে,
ফারুক হোসেন এগোয় আলোর পথে, মানবিকতার অমলিন বন্ধনে।
শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য, ব্যাংকিং ও মানবিক সেবা—
সব মিলিয়ে ফুটে ওঠে উদিত ব্যাংকারের জীবনের রূপকথা।
-------------------------------------------- সূত্র অনলাইন
২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।