জ্ঞানের স্বর্ণসোপান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জ্ঞানের স্বর্ণসোপান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*****************************************
শামসুন্নাহার স্বপ্না —
পিতার নাম আবদুর রহমান, মাতার নাম আমেনা খাতুন,
গ্রাম কাশেরা, পোস্ট টোক নয়ন বাজারের নির্জন নিসর্গে জন্মলগ্ন।
শস্যক্ষেতের বাতাসে প্রথম শ্বাস,
প্রকৃতির বুক থেকে জেগে ওঠা দীপ্ত আভাস।
এস.এস.সি ১৯৮৭ — টোক সরজুবালা গার্লস হাই স্কুলের স্মৃতি,
উদীয়মান সূর্যের আলোয় লেখা শিক্ষার প্রথম গীতি।
এইচ.এস.সি ১৯৮৯ — কাপাসিয়া ডিগ্রি কলেজের উজ্জ্বল প্রভাত,
শিক্ষার দীপ জ্বালালো প্রাণে — জ্ঞানের স্বর্ণসোপান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় — প্রাণতত্ত্বের মহা অধ্যায়,
জীবনের রহস্যে ডুব দিয়ে আনলে জ্ঞানের দ্যুতি-ছায়া।
জুলজির অজস্র ছন্দে খুঁজে পেয়েছো সত্যের ধ্বনি,
মাস্টার্সে রচিত হলো সেই আলো — অনন্তের বাণী।
আজ তুমি শিক্ষক — সহযোগী অধ্যাপক, প্রাণবিজ্ঞানের প্রদীপ হাতে,
সরকারি বাংলা কলেজে বসো শিক্ষার নৌকায় যাত্রাপথে।
একুশতম বিসিএস — সাধারণ শিক্ষার সম্মান,
তোমার সাফল্যে জেগে ওঠে প্রজন্মের প্রাণ।
প্রকৃতির সাথে মিশে থাকা এক অনন্ত গান,
বিজ্ঞানের ছন্দে লেখা তোমার জীবনমান।
তুমি প্রাণের কণিকা থেকে মহাবিশ্বে রাখো চিহ্ন,
আলোকিত করো তরুণ মন — স্বপ্নে দাও গতি, দাও দিশা দৃঢ়।
স্বপ্না — নামের মতোই তুমি এক চিরন্তন আলো,
প্রকৃতি, বিজ্ঞান, শিক্ষা — মিলেছে তোমার ভালোবাসার পালো।
জীবনানন্দীয় নিসর্গে তুমি ছড়িয়ে দাও জ্ঞান,
বাংলার আকাশে জ্বলে ওঠো — অনন্ত আলোকবাণ।
----------------------------------------------সূত্র অনলাইন
২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।