আলোয় ভরা এক জীবন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আলোয় ভরা এক জীবন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
ঘোষের কান্দির মাটিতে জন্ম নিল এক স্বপ্ন-মানব,
পিতা আবদুর রাশিদ, মাতা রোকেয়া বেগম—তাঁর জীবনের প্রথম আলোকরব।
গ্রামের গন্ধ, আড়ালিয়া ডাকঘর (পোঃ অঃ-১৭৪৩),
টোক ইউনিয়নের পল্লি-পথে হাঁটে তাঁর শৈশব, ঘরে ঘরে আলো আনে আজ।
ঘোষের কান্দি উত্তরপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ে জ্ঞান-দীপের আরম্ভ,
সমাপনী ১৯৮৩—অক্ষরের খাতায় তখন প্রথম সফল ভ্রম্ব।
টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়—এসএসসি বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ (১৯৮৯),
কাপাসিয়া ডিগ্রি কলেজ—এইচএসসি বিজ্ঞানে প্রথম বিভাগ (১৯৯১),
তখন থেকেই তাঁর চোখে ঝলমল করেছিল সমুদ্রের মতো বিদ্যুতের স্বপ্নগান।
রাজশাহীর প্রাঙ্গণে, বিআইটি (আজকের রুয়েট) তারুণ্যের কঠিন সংগ্রাম,
বিএসসি ইঞ্জিনিয়ারিং (ইইই)—১৯৯৫ (পাস ১৯৯৮),
সিজিপিএ ৩.৬২, ৪র্থ স্থান—এক দীপ্তিমান নাম।
যেন বিদ্যুতের ছক আর অঙ্কের ভাঁজে
খুঁজে নিলেন সমতার আলো, মানুষের মুখে জোনাকি-হাসির সাজে।
১৯৯৯ থেকে ২০১২—বিদ্যুৎ বিতরণের দায়িত্বে এজিএম,
পল্লী বিদ্যুৎ সমিতির গ্রামে গ্রামে ছড়িয়ে দিলেন আলোর মর্ম।
২০১৩ হতে আজ অবধি ডিজিএম—অবিচল সেবার বাতিঘর,
সততার প্রদীপ জ্বেলে চলেছেন তিনি,
দেশপ্রেম, সমাজ আর বিজ্ঞানের সমন্বিত শিখার ভর।
বিবাহিত তিনি, একমাত্র কন্যা সন্তানের জনক—
রক্তের গ্রুপ 'ও' পজিটিভ, জীবনের ছন্দ সততার নিরবশব্দ লোক।
০১৭১২৭৩০০৮৭—এই নম্বরের স্রোতে শোনা যায় তাঁর ডাক,
গ্রামের আলো থেকে শহরের বিদ্যুৎ—তিনি এক আলোকমালার পাক।
প্রকৃতির শান্ত ছায়ায়, সংগঠকের দৃঢ়তায়, সমুদ্রের বিস্তারে,
তিনি আজও সেবক হয়ে আছেন, সাম্যের অটল মিনারে।
মকবুল আলম—শুধু নাম নয়, আলোয় ভরা এক জীবন,
যেখানে সাহিত্য, বিজ্ঞান আর দেশপ্রেম মিলে রচনা করে অনন্ত কবিতার ভূবন।
--------------------------------------------- সূত্র অনলাইন
২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।