সংগ্রাম ও বিপ্লবী চেতনা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সংগ্রাম ও বিপ্লবী চেতনা
কলমেঃ মোঃ আমিনুল্ এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***********************************************
১ম স্তবক – জন্ম ও পরিবার
------------------------------------------
মোঃ আসাদুজ্জামান মোল্লা, রিপন নামী বিপ্লবী যোদ্ধা,
পিতা মোঃ আবুল হোসেন মোল্লা, মাতা মোসাঃ জাহানারা বেগম ছায়া।
গ্রাম রাওনাট, পোঃ রাওনাট, থানার কোলে, কাপাসিয়ার মাটিতে বড়া,
জেলার গাজীপুরে জন্ম তার, সংগ্রামের পথে সে ঝঙ্কায় ভরা।
পল্লীর বাতাসে শৈশবের গান, দুঃখের সঙ্গে আনন্দ মেশা,
পরিবারের মমতা আর দায়বদ্ধতা, জীবন রচনা করেছে সে আঁচলা।
২য় স্তবক – শিক্ষা ও জ্ঞানচর্চা
--------------------------------------------
কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, এস এস সি স্বপ্নে আলো,
কাপাসিয়া ডিগ্রী কলেজে এইচ এস সি, জ্ঞানের ভাণ্ডার হলো।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএসএস (অনার্স), এমএসএস অর্জন,
জ্ঞান আর উদ্যমে ভরা, জীবনকে করে নতুন দিশার চারণ।
শিক্ষা নয় শুধু কাগজে লেখা, জাগ্রত মনোবল ও অগ্নিশিখা,
বিপ্লবী চেতনার শিখায়, অন্ধকারে জ্বালায় সে আলোধারা।
৩য় স্তবক – কর্মক্ষেত্র ও সমাজসেবা
------------------------------------------------------
BMET—Bureau of Manpower, Employment and Training-এ সে জাগ্রত
As Deputy Director, Employment Servuce ,
পরিশ্রম আর দায়বদ্ধতার সাথেই গড়ে তোলে সমাজের নতুন প্রেরণা।
পরিবারে স্ত্রী, দুই কন্যা, এক পুত্র—আনন্দের আলো,
ভালোবাসায় ভরা ঘর, জীবন তার শান্তির দীপ আলো।
দেশপ্রেম আর মানবসেবার হাত ধরে, প্রতিটি ক্ষণে সে কাজ,
যেন বিপ্লবী সঞ্চারক, যে আঁধারে জ্বালায় আলোয় উজ্জ্বল প্রাস।
৪র্থ স্তবক – সংগ্রাম ও বিপ্লবী চেতনা
------------------------------------------------------------------------------
সংগ্রামী জীবন, উত্তান পতন, রাওনাটের কৃতি সন্তান,
বিপ্লবী এক যোদ্ধা সে, ঝড়ের মতো অপ্রতিহত মান।
জীবনকে আলোর পথে আনতে, চড়িয়েছে সে হিমশিম পায়,
সংঘর্ষের মাঝে দাঁড়িয়ে আজ সাফল্যের চূড়ায়।
অসুবিধা, অবহেলা, লাঞ্চনা—সবের সঙ্গে লড়াই,
প্রত্যেক আঘাতে আরও দৃঢ় হলো, অদম্য চেতনার খণ্ডচিহ্ন তাই।
অন্ধকারের ছায়া যতই ঘন হোক, সে জ্বালায় আলো প্রখর,
বিপ্লবী মনোবল তার, জীবনের পথে অদম্য ও অবিচল চক্র।
৫ম স্তবক – প্রতিকূলতা ও সাফল্যের সমাপনী
------------------------------------------------------
দোষা না করেও দোষী, পারিবারিক অবহেলা, লাঞ্চনা, বঞ্চনা সহ,
নজরুলের বিপ্লবী শেলীতে, ভাগ করে সব গল্পের ধারা।
বিপ্লবী চেতনা, অদম্য মনোবল, অন্ধকারে জ্বালায় আলো প্রখর,
সংগ্রামের শেষে আজ সে দাঁড়ায়, সাফল্যের চূড়ায়—জীবন পূর্ণ অমর।
অতীতের সব শূন্যতা, দুঃখ, হাহাকার, বঞ্চনার গান,
আজ বিজয়ী হৃদয়ে রচিত, আলোর ঝর্ণাধারার মহান বান।
রাওনাটের কৃতি সন্তান, প্রেরণার দীপ জ্বালায় সর্বত্র,
বিপ্লবী আত্মা, সংগ্রামী মন—জীবনের প্রতিটি কোণে সে দ্যুতি বিতর।
--------------------------------------- সূত্র রিপন ভাই নিজে
২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।