বিমান প্রকৌশলী
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বিমান প্রকৌশলী
কলমেঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************
শিমুল মজুমদার—আকাশ জয়ের গান,
বিজ্ঞানের মশালে জ্বালেন অনন্ত প্রাণ।
পিতা সঞ্জীব, মাতা সবিতা—আদর্শের দীপ,
পলাশপুর মাটিতে গড়েছেন স্বপ্নের নীপ।
এস.এস.সি ২০১১—বিজ্ঞান তাঁর শাণ,
কাপাসিয়ার বিদ্যাপীঠে উজ্জ্বল অভিযান।
এইচ.এস.সি ২০১৩—গাজীপুর সিটি কলেজে,
স্বপ্নের ইঞ্জিন গড়েন আগুনের জ্বালায়।
বিএসসি ২০১৮—এরোনটিক্যাল ডানা,
বাংলাদেশের আকাশে তুলেন নতুন গাথা।
এমএসসি ২০১৯—বঙ্গবন্ধু এভিয়েশন দীপ্তি,
আলোড়নে ভরিয়ে দেন সাহসের স্রোতধারা সৃষ্টিঃ
আজ তিনি প্রকৌশলী, নভোএয়ারের জয়,
আকাশে আস্থা রাখে যে হাতের পরিচয়।
শাহজালালের রানওয়েতে ইঞ্জিন গর্জায়,
শিমুলের নজরে সব নিরাপদ সাজায়।
সততা তাঁর শপথ, সাহস তাঁর ঢাল,
প্রকৃতি বিজ্ঞানে খুঁজে পান অনন্ত জ্যোতিষ্কাল।
যন্ত্রে বাজে সংগীত, ডানায় জ্বলে আগুন,
জাতির আস্থাভাজন তিনি, ভবিষ্যতের সংগুন।
শখ তাঁর আড্ডা, গল্প, ঘোরাঘুরি—
তবু কর্মে অচঞ্চল, দৃঢ় মনোবলী।
বিমান প্রকৌশলী—আলোয় ভরা নাম,
বাংলার আকাশে বাজে তাঁর জয়ধ্বনি-ঘোষণাকাম।
---------------------------- স্ূত্র অনলাইন
২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।