স্থাপনার কবি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থাপনার কবি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
১ম স্তবক – জন্ম ও পরিবার
---------------------------------------
নলগাঁও গ্রামে জন্ম, পল্লীর কোমল আলোতে,
পিতা মোঃ আবু শাহিদ, মাতার নাম নরগিস বেগমে আলো।
রক্তের ছাপ A-, প্রাণের দীপ্তি অম্লান,
পল্লীর মাটিতে ছড়ায় স্নিগ্ধ স্পন্দন।
২য় স্তবক – শিক্ষার পথ
---------------------------------------
নলগাঁও হাই স্কুলে SSC, ২০১১ সালে সূচনা,
কাপাসিয়া ডিগ্রি কলেজে HSC, ২০১৩-এর দোলা।
বভাল বদ্রে আলম সরকারি কলেজে BBA, ২০১৯-এর ছায়ায়,
ডিপ্লোমা ইন আর্কিটেকচার Model Institute of Science and Technology (MIST),
সেশন ১৩-১৪, নকশার পলাশে শিখা।
এবং চলমান BSc সিভিল টেকনোলজি, Dhaka International University (DIU)-এর আলোতে।
৩য় স্তবক – পেশার দীপ্তি
------------------------------------------
আর্কিটেকচারের নকশা, TRIANGLE Architecture and Construction Ltd.-এর দায়িত্বে,
ম্যনেজিং ডিরেক্টর তিনি, স্থাপনার স্বপ্ন আঁকে নিখুঁত ছন্দে।
ইন্টারিয়র ডিজাইন, RAJUK-এর প্লান, শিল্পীর স্পর্শে পূর্ণ,
মোবাইলের মাধ্যমে পৌঁছে ০১৯২৯-৪৭৪০৪৭, জীবনের প্রতিটি দিন।
৪র্থ স্তবক – জীবনানন্দের স্পন্দন
-----------------------------------------
নলগাঁওয়ের মাটিতে, পল্লীর বাতাসে,
জ্ঞান ও শিল্পের মিলনে জীবন তিনি আঁকে।
প্রতিটি রেখা, প্রতিটি কোণ, গল্প বলে,
যেন আকাশ ও মাটির মধ্যে সেতুবন্ধন গড়ে।
কৃতি সন্তান, স্বপ্নের পৃষ্ঠায় লেখা,
নাঈম ইসলাম (রাশাল)—স্থাপনার কবি, জীবনের রূপকার।
----------------------------- সূত্র- অনলাইন।
২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।