এখন সমাজের চিত্র
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এখন সমাজের চিত্র
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
অন্ধকারে ঝাঁপাচ্ছে মানুষ—নিয়ন্ত্রণহীন,
নৈতিকতার আকাশে কালো বিদ্রোহী ঝড়।
পেশীর প্রদর্শন, ক্ষমতার নৃশংস লুণ্ঠন,
ভন্ড-মূর্খ গুন্ডাদের ছড়ানো আতঙ্ক—চূর্ণ করে বিবেক।
সন্মানীদের অপমান, প্রতিযোগিতার রণতাণ্ডব,
রাজনৈতিক হিংসা, প্রতিশোধের আগুন—মৃত্যুর ছায়া।
সন্ত্রাস, চাঁদাবাজি, হানাহানি, জোড় দখল,
ভিন্ন মতের প্রতি জুলুম, অত্যাচার, মাদকের সম্রাজ্য—শহর জুড়ে দহন।
পদদখল, শিক্ষা প্রতিষ্ঠানের লুণ্ঠন,
হয়রানি-মামলার বাণিজ্য, কিশোর গ্যাং, বখাটেদের দৌরত্ব।
চোখ রাঙানি, হুমকি, দুমকি,
গুম হত্যা, ধর্ষণ—নীরব নেতা পদে, দমনের নীরবতা।
বংশে বংশে দ্বন্ধ, অপমান, অপদস্ত,
স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, ধর্ম-মতের প্রতি আগ্রাসন।
আতঙ্ক, ভয়, অস্থির সমাজ,
দুর্বলদের বিচার নেই, সত্যের কলম, কণ্ঠ—বদ্ধ।
ও মানুষ! ভয় চূর্ণ করো, অন্ধকার ভেঙে ফেলো,
শক্তির অপব্যবহার নয়, ন্যায়ের দীপ জ্বালো অগ্নিময়।
সম্মানের শিকড় ধরো, সত্যের পথে হাঁটো,
বিদ্রোহের তুর্য ধরো, রণবীর্য বুকে ভরো।
অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার উঁচু করো,
অত্যাচারের দুর্গ ভেঙে দাও,
চঞ্চল হৃদয় হোক অদম্য, চেতনার অগ্নিশিখা জ্বালো।
হৃদয়ে রণদূর্গ, মনে বিদ্রোহ—সত্যের বিজয়।
ও মানুষ! লড়ো! ইতিহাস গড়ো,
সত্যের পতাকা উড়ুক, অন্ধকার ছিন্ন হোক,
নতুন যুগ জ্বলে উঠুক—বিদ্রোহের আগুনে!
------------------------------------------
২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।