জনতার স্বপ্নভেদী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জনতার স্বপ্নভেদী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************
ঃজন্ম ও আলোকধারাঃ
--------------------------------------------

কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে,
জন্ম নিলেন মো. দেলোয়ার হোসাইন প্রভাতের নামেম।
পিতা ডা. মো. আক্তার উদ্দিন, মাতা ফাতেমা আক্তার—
জননী-পিতার গৌরবে জাগিল আলোকধার।

ঃশিক্ষা ও প্রজ্ঞাঃ
--------------------------------------------------

মনোহরদী পাইলট উচ্চবিদ্যালয়ে ১৯৮৬ সালে এসএসসি জয়,
হাতিরদিয়া ডিগ্রি কলেজে ১৯৮৮তে এইচএসসি উদ্ভাসিত মহিমায়।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বি.এ অনার্স, উচ্চশিক্ষার দীপ,
সেই সাথেই এম.এ ডিগ্রি—জ্ঞানের অনল শিখ।

ঃশিল্প-উদ্যোক্তার প্রেরণাঃ
-------------------------------------------

পরিচালক—বি বি এস গ্রুপ, নাহি গ্রুপে সাফল্যের দ্যুতি,
চেয়ারম্যান—ডাফ ইন্ডাস্ট্রিজ লি., কর্মযজ্ঞের গতি।
উদ্যোক্তা, শিল্পপতি, কর্মসংস্থানের মহীরুহ,
মানবকল্যাণে তাঁর দৃষ্টি—সমাজ পেল দিগন্তসুখ।


ঃমানবতার সৈনিকঃ
-------------------------------------

জনদরদী সমাজসেবক, রাজনীতির এক অগ্নিপুরুষ,
ব্রিগেডিয়ার আ. স. ম. হান্নান শাহর স্নেহভাজন সত্যনুরাগী বিশেষ।
জিয়ার আদর্শে গড়া একনিষ্ঠ সৈনিক,
মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান সহযোদ্ধা অনিক।

ঃসংগ্রাম ও সাহসঃ
----------------------------------------

জাতীয়তাবাদী দলের অদম্য সাহসী নেতা,
সাবেক তুখোড় ছাত্রনেতা, যুবদলের সংগ্রামী দিশা।
শাহ রিয়াজুল হান্নান শাহর সহযোদ্ধা নির্ভীক,
ঝড়ের রাজপথে তিনি অগ্নিশিখা অনতিক।

ঃদর্শনের মহিমাঃ
-----------------------------------

তিনি পররোপকারী—প্রকৃতির স্নিগ্ধ স্রোতে ভাসেন,
বিজ্ঞান, সমুদ্র, পাহাড়-পর্বত চিন্তায় তিনি হাসেন।
সাম্যের গান গেয়ে যান জনমানবের প্রাণ,
অন্যায়ের অন্ধকারে জ্বালান আলোর বাণ।

ঃঅমোঘ ঠিকানাঃ
------------------------------------

???? E-mail: dalowar@bbspeb.com

???? মোবাইল: ০১৭১-১৫৮১৬২৩

ঃসমাপনী স্তবকঃ
----------------------------------------

দেলোয়ার হোসাইন—কাপাসিয়ার দীপ,
জনতার স্বপ্নভেদী, অন্ধকার ভেদী স্রোতসীপ্ত নীপ।
শিল্পে, রাজনীতিতে, সমাজে তিনি দিশারী,
স্বপ্ন থেকে কর্মে গড়েন আলোকিত ভুবনভারি।
------------------------------------------- সূত্র অনলাইন


২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।