=তুমি আকাশ আমি পাখি=
- কাজী ফাতেমা ছবি

রোদ্দুর যদি চোখ দেয় জ্বালিয়ে
তুমি জলের আয়নায় আকাশ দেখে নিয়ো।
এখন শরত নয়,যদি আকাশ ভালোবাসো
তবে আকাশে তাকালেই আকাশ হয়ে যাবে শরত,
তুলো মেঘের নরম ছোঁয়া খুব কী পেতে ইচ্ছে করে?
মেঘের ভেলায় ভাসতে চাও আনমনে?
অথবা পাখির ডানায় চড়ে নীল ছুঁতে চাও?

তবে এসো কার্তিকের এ বেলা
আমি তোমায় মেঘের পালকে সাজাবো
কল্প ডানায় উড়ে যেয়ো নীলে,
আমি জলের আয়নায় দেখে নেব তোমায়।
একদিন আকাশ হয়ে ফিরে এসো
মেলে দিয়ে তোমার প্রশস্ত কবোঞ্চ বুক
আমি নীলকন্ঠ পাখি,
উড়ব স্বাধীনতায় তোমার বুক আকাশে
তুমি আকাশ আমি পাখি হয়ে থেকে যাবো
অনন্তকাল কাছাকাছি।
August 9, 2018


২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।