চুপ থাকি আমি চুপ থাকি... হই না প্রতিবাদী
- কাজী ফাতেমা ছবি

অবাক চোখে দেখে গেলাম
এই দুনিয়ার রঙ্গ
ন্যায়ের প্রতীক মানুষগুলো
নীতি করে ভঙ্গ।

বুকের বামে ন্যায়ের তিলক
মনে পোষে অন্যায়
ভাসে মানুষ ভাসে শুধু
নিজ স্বার্থেরই বন্যায়।

কোথায় আছে ন্যায় আর নীতি
কোথায় শুদ্ধ মানুষ
উড়ায় মানুষ নিজ আকাশে
উড়ায় স্বার্থ ফানুস।

এই দুনিয়ার খেলাঘরে
খেলছে আপন স্বার্থে
দয়া এখন কেউ দেখায় না
গরীব মিসকিন আর্থে!

যে যার মতন যায় হেঁটে পথ
আপন প্রাণ বাঁচিয়ে
কেউ-বা খেলে রক্তের হোলি
চলে পুচ্ছ নাচিয়ে!

কেউ মানে না আইন কানুন
নিজের লাভের জন্য
এমন দেশে বসত করে
কী করে হই ধন্য!

ধন্য আমি অন্যায় দেখি
মুখে মেরে তালা,
চুপ থাকলেও দিবানিশি
বাড়ে বুকে জ্বালা।
August 7, 2018


২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।