ইচ্ছেগুলো ডানা মেলে.....
- কাজী ফাতেমা ছবি

রোদ্দুর জ্বলা এই সকালে
ছাতা মাথায় হাঁটি,
পায়ের তলায় দূর্বাঘাস আর
শিশির ভেজা মাটি!

মন যে আমার উদাস হাওয়ায়
লুকোচুরি খেলে,
শহর ছেড়ে দূরে ইচ্ছে
উড়ি ডানা মেলে।

এই শহরের ইট সুরকির পথ
পায়ে লাগে কাঁটা,
হাওয়ার সুরে শুনি যেনো
কান্না বক্ষ ফাটা।

কোন মায়ের বুক হলো খালি
কোন সে পিতা কান্দে,
কে জানি হায় ! পড়লো হঠাৎ
অন্যায়েরই ফান্দে।

ভাবনাগুলো আকাশ পাতাল
নেই সুরাহা জানা,
মনের ঘরে কু কু পাখি
ঐ দিলো রে হানা।

দুশ্চিন্তা সব ছুঁড়ে ফেলে
দেবো উড়াল দূরে,
হারাবো আজ অচীনপুরে
হাওয়ার সুরে সুরে!

গুঁজবো চুলে বাহারী ফুল
রঙিন পিরান পরে,
যাবো সেথায় সুখ মুগ্ধতা
যেখানটাতে ঝরে।

ভাল্লাগে না পেরেশানী
দুর্ভাবনা যত,
বাড়াবো না বুক মাঝে আর
উৎকণ্ঠার নীল ক্ষত।


২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০৯-২০২৫ ০১:২৪ মিঃ

চমৎকার অনুভূতি প্রকাশ

কাজী ফাতেমা ছবি
২৯-০৯-২০২৫ ১৫:২৬ মিঃ

অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন