এক জীবন্ত ইতিহাস
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এক জীবন্ত ইতিহাস
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
Md. Ali Akbar, জন্মলগ্নে আলো শিখায়,
পিতাঃ Late Abul Haris, মাতাঃ Late Poraza Begum—
Digdha গ্রামে মাটির স্নেহ,
Targawn ইউনিয়নের ছায়ায়, Kapasia থানার আলোয়।
শৈশবের গান গেয়েছে বাংলার মাটির সাথে,
প্রতিটি পদক্ষেপে জন্মায় মানবিক চেতনা।
প্রাথমিক পাঠশালায় Digdha Govt. Primary School-এ
চলতে লাগল জ্ঞানের স্রোত।
Eidgha High School-এ ছয়ম শ্রেণি,
Fakir Shahabuddin High School-এ সাত ও অষ্টম,
Union High School Hiljore-এ SSC, 1983, Board Scholarship—
Kapasia Degree College-এ HSC 1985, Board Scholarship,
তারপর BA 1987, MA ইংরেজিতে Dhaka University 1988–90,
B.Ed. Dhaka Teachers Training College, 1993—১ম শ্রেণি, ১ম স্থান।
Gacha High School, National University Gazipur-এ
Senior English Language Teacher পদে
৩৫ বছরের অভিজ্ঞতা, শিক্ষার আলো ছড়ায় প্রজাপতির মতো।
Head Examiner of English, Dhaka Education Board—
শিক্ষার মান নিশ্চিত করতে এক অদম্য প্রেরণা।
General Secretary, Bangladesh Teachers Association, Gazipur Zilla Branch—
শিক্ষকদের অধিকার ও কল্যাণে নিবেদিত প্রাণ।
Member of Bangladesh Red Crescent Society—
মানবতার সেবায় নিরলস ত্যাগ।
Journalist of Dainik Shiksha (Gazipur Representative),
সচেতনতা ও জ্ঞানের স্রোত ছড়ায় দৈনন্দিন কলামে।
Writer of columns on different dailies,
Security Printing Corporation Bangladesh Ltd, Takshal-এর প্রাঙ্গণে
লেখার মাধ্যমে সমাজে আলো পৌঁছে দেয়।
শিক্ষার প্রদীপ, জ্ঞানের বাতিঘর,
মানবতার ছোঁয়া, ন্যায়ের পথ প্রদর্শক।
প্রতি ছাত্রে অনুপ্রেরণা, প্রতিটি কলামে সচেতনতা,
প্রতিটি কাজে, জীবনের দর্শন ফুটে ওঠে—
“শিক্ষা শুধু নয়, জীবনকে আলোকিত করা”।
Md. Ali Akbar, এক জীবন্ত ইতিহাস,
শিক্ষার ও মানবতার মহাসংগ্রামের প্রেরণা।
প্রতিটি পদক্ষেপে, প্রতিটি লেখা, প্রতিটি শিক্ষা,
একই চেতনায় বাঁধা, সমাজ ও দেশের জন্য।
শিক্ষা, মানবতা, সাহিত্য, সচেতনতা—
একত্রিত হয়ে রচনা করে জীবনের কবিতা।
----------------------------------সূত্র অনলাইন।
২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।